× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

মেয়েরা কি পারবে ঘুরে দাঁড়াতে?

খেলা

স্পোর্টস রিপোর্টার, বিরাটনগর (নেপাল) থেকে
১৯ মার্চ ২০১৯, মঙ্গলবার
রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস-এর সঙ্গে বাংলাদেশ দল

সকালে হঠাৎ করে টিম হোটেলে হাজির নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস। কাকরভিটায় যাওয়ার পথেই বিরাটনগরে মেয়েদের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। ভারতের বিপক্ষে সেমিফাইনালের আগে দলকে উজ্জীবিত করার প্রাণপণ চেষ্টা করছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টও। নতুন এক ম্যাচ এক স্বপ্ন নিয়ে গতকাল বিরাটনগরের দিল্লি পাবলিক স্কুল মাঠে ঘণ্টাখানেক ঘাম ঝরান সাবিনা-কৃষ্ণারা। সেখানে অনুশীলনের চেয়ে মোটিভেশনেই বেশি মনোযোগী ছিলেন কোচ গোলাম রব্বানী ছোটন। খেলার ছলে মেয়েদের সাহস যুগিয়েছেন ভারত বধের।
সিনিয়র পর্যায়ে কখনই ভারতকে হারাতে পারেনি বাংলাদেশের মেয়েরা। একমাত্র সফলতা গত সাফে গোলশূন্য ড্র। তবে অলিম্পিক বাছাই পর্বে সর্বশেষ সাক্ষাতে ৫-১ গোলে হেরেছিল বাংলাদেশ।
অলিম্পিক বাছাইয়ের হার ভুলে সাফের ড্র থেকেই অনুপ্রেরণা খুঁজছেন ইনজুরির কারণে গ্রুপ পর্ব মিস করা মিডফিল্ডার কৃষ্ণারানী সরকার। অনুশীলন শেষে কৃষ্ণা বলেন, গত দুই ম্যাচ খেলতে পারিনি। মনোকষ্টে ভুগছিলাম। আমি এখন সেমি-ফাইনালের জন্য সম্পূর্ণ তৈরি আছি। আশা করি শুরুর একাদশে খেলতে পারবো। এর আগে ভারতের সিনিয়র দলের বিপক্ষে তিনটি ম্যাচ খেলেছি। এর মধ্যে দু’টি ছিল গত সাফে। সেখানে গ্রুপ পর্বে ড্র আর ফাইনালে হেরেছিলাম। আমাদের দলের শক্তি গত সাফের তুলনায় বেড়েছে। আমার কাছে মনে হয়েছে ভারত একই জায়গায় আছে। গতবার আমরা তাদের সঙ্গে ড্র করতে পেরেছিলাম, তাহলে এবার কেন হারাতে পারবো না? তবে কৃষ্ণার মতো মানসিকভাবে এতোটা শক্তিশালী মনে হলো না আঁখি, স্বপ্না ও মৌসুমীকে। বার বার ভালো খেলার প্রতিশ্রুতি দিলেও মুখ দিয়ে জয়ের কথা বলেননি তারা। ডিফেন্ডার আঁখি বলেন, নেপাল ধকল সামলে তারা তৈরি হচ্ছেন সেমিফাইনালের জন্য। আশা করছেন ভালো একটি ম্যাচ হবে। প্রতিপক্ষ ভারতকে মূল্যায়ন করতে করতে গিয়ে আঁখি বলেন, পল স্যার ও ছোটন স্যার ম্যাচটা মাঠে বসে দেখেছেন। আমরা দেখেছি টিভিতে। ওই ম্যাচ নিয়ে ওভাবে কথা এখনও হয়নি। আজ হয়তো স্যার আমাদের ওই ম্যাচ নিয়ে, ফরমেশন নিয়ে বলবেন। কিভাবে ওদের আটকাতে হবে সে নির্দেশনা দিবেন। তবে আমার কাছে মনে হয়েছে ভারত বয়সে ও অভিজ্ঞতায় আমাদের চেয়ে এগিয়ে। তারা দুই উইং দিয়ে বেশি আক্রমণ করে। আমাদের এ দিকটা নিয়ে সতর্ক থাকবে হবে। জয়ের কথা সাহস করে বলতে পারলেন মিডফিল্ডার ইসরাত জাহান মৌসুমী। জয়ের কথা মুখে না বললেও ভালো ম্যাচের প্রতিশ্রুতি দিয়েছেন ভুটান ম্যাচে গোল করা এই ফুটবলার। গতকাল অনুশীলন শেষে মৌসুমী বলেন, সেমি ডু অর ডাই ম্যাচ। আমরা সেভাবে খেলার চেষ্টা করবো। মেয়েরা যদি প্রত্যেকে নিজেদের খেলাটা খেলতে পারে, তাহলে একটা ভালো খেলা হবে। এদিকে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে ৭ গোল করে দেশকে শিরোপা এনে দেয়া সিরাত জাহান স্বপ্নাও সেমিফাইনালে ভালো কিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন। টুর্নামেন্টে এখন পর্যন্ত গোল না পাওয়ার আক্ষেপ নিয়ে বলেন, ‘আসলে চেষ্টা তো করছি। কিন্তু গত দুই ম্যাচে হয়নি। নেপালের বিপক্ষে ম্যাচটা তো দেখলেন, বক্সের বাইরে থেকে নেয়া শটটা কিপারকে পরাস্ত করলেও গিয়ে লাগলো ক্রসবারে। এই যে হয়নি, এটা নিয়ে স্যারদের (কোচ) সঙ্গে কথা হয়েছে। তারা বলেছেন, চেষ্টা করো, হয়ে যাবে। সেমিফাইনালেই সেটা করে দেখাতে চাই।’ বিরাটনগরের শহীদ রঙ্গশালায় স্বপ্নার কিছু করে দেখানোর ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর