× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৭ এপ্রিল ২০২৪, বুধবার , ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শওয়াল ১৪৪৫ হিঃ

ছোট পর্দায় আজ

বিনোদন


২০ মার্চ ২০১৯, বুধবার

এটিএন বাংলায় ‘হাজার বত্রিশ’
এটিএন বাংলায় আজ রাত ৮ টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘হাজার বত্রিশ’। পান্থ শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শৌর্য দীপ্ত সূর্য ও মানসুর আলম নির্ঝর। অভিনয়ে আবুল হায়াত, রুনা খান, আফরান নিশো, অপর্ণা ঘোষ, শ্যামল মওলা, নাজিরা মৌ, সেলিম আহমেদ, সাব্বির আহমেদ, নুসরাত জাহান নিপা, রাশেদা রাখি, নকুল কুমার মণ্ডল, জাহাঙ্গীর আলম প্রমুখ।
চ্যানেল আইতে ‘মকো মালয়েশিয়া’
মোশাররফ করিম অভিনীত ধারাবাহিক নাটক ‘মকো’ মালয়েশিয়া’ চ্যানেল আইতে প্রচার হবে আজ রাত ৯টা ৩৫ মিনিটে। নাটকটি রচনা করেছেন আকাশ রঞ্জন। পরিচালনা করেছেন শামীম জামান। এতে আরো অভিনয় করেছেন শামীম জামান, আ খ ম হাসান, ফারুক আহমেদ, শ্যামল মাওলা, জয়রাজ, তারিক স্বপন, অপর্ণা, বন্যা মির্জা, আইরিন আফরোজ, জুই করিম, জেনিম সানজিদা তন্ময় প্রমুখ। এর গল্পে দেখা যাবে, ভাগ্য পরিবর্তনের জন্য বিদেশ যাওয়া কিছু পরিবার। সেখানে তাদের দ্বন্দ্ব, দুশ্চিতা, প্রেম ভালোবাসা নিয়েই নাটকের গল্প এগিয়ে যায়।

এনটিভিতে ‘কাঁচের পুতুল’
এনটিভিতে আজ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘কাঁচের পুতুল’।
নাটকটি প্রতি সপ্তাহের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার প্রচার হচ্ছে। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় এটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, জাকিয়া বারী মম, ফখরুল বাশার মাসুম, শিল্পী সরকার অপু, নরেশ ভূঁইয়া, শিরিন আলম, সমাপ্তি ওয়াদুদ, নাবিলা ইসলাম, সুষমা সরকার, টুটুল চৌধুরী, কবির টুটুল, অধরা প্রিয়া, তাসনুভা এলভিন, আজম খান প্রমুখ।

আরটিভিতে ‘চম্পাকলি টকিজ’
‘চম্পাকলি টকিজ’ নামের ধারাবাহিকে অভিরামপুর গ্রাম আর সিনেমাপ্রেমী কিছু মানুষের গল্প নিয়েই এগিয়েছে কাহিনী। এই গল্পে গ্রামের কিছু অদ্ভুত চরিত্র দেখা যাবে, যাদের জীবন সিনেমার মতোই রঙিন। ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করছেন হিমু আকরাম। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, নাদিয়া আহমেদ, শাহনাজ খুশি, দিহান, ফারুক আহমেদ, আ খ ম হাসান, প্রিয়া আমান, হাসান মাসুদ প্রমুখ। প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় আরটিভিতে প্রচার হচ্ছে ‘চম্পাকলি টকিজ’।

বাংলাভিশনে ‘টপ ট্র্যাকস’
দেশে-বিদেশের সপ্তাহের সেরা সেরা নতুন ভিডিও ট্র্যাকস নিয়ে অনুষ্ঠান ‘টপ ট্র্যাকস’। সোনিয়া হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচার হবে আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। চলতি সপ্তাহে বিলবোর্ড টপচার্টের শীর্ষে থাকা গানগুলো থাকবে ‘টপ ট্র্যাকস’ অনুষ্ঠানে। আরো থাকবে হলিউড, বলিউড, টলিউড ও ঢালিউড ফিল্ম ইন্ড্রাস্টির সদ্য মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় ও আপকামিং সিনেমার গানের ভিডিও এবং দেশে-বিদেশের জনপ্রিয় সংগীতশিল্পীদের গান নিয়ে নির্মিত মিউজিক ভিডিও।

মাছরাঙা টেলিভিশনে ‘ডন’
প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘ডন’। মুহাম্মদ মামুন-অর-রশীদ ও মানস পালের রচনায় এটি পরিচালনা করেছেন আহমেদ রোহান রুবেল ও হানিফ খান। উপদেষ্টা পরিচালক হিসেবে আছেন জাহিদ হাসান। অভিনয় করেছেন জাহিদ হাসান, নিপুণ, আলীরাজ, তারিক স্বপন, অবিদ রেহান, আইরিন তানি, হিরা, হাসান ফেরদৌস জুয়েল, সুজাত শিমুল, তেরেসা চৈতিসহ আরো অনেকে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর