× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

‘প্রেম করার মতো সময় পাচ্ছি না’

বিনোদন

ফয়সাল রাব্বিকীন
২০ মার্চ ২০১৯, বুধবার

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। এরইমধ্যে ধারাবাহিকভাবে অনেক জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। বিশেষ করে গত তিন-চার বছরে তরুণ প্রজন্মের মধ্যে ইমরানই সবচেয়ে বেশি সফল। নিজের গানের মাধ্যমে অডিও এবং প্লেব্যাকে অত্যন্ত শক্ত অবস্থান গড়েছেন তিনি। শুধু তাই নয়, গাইয়েও সফল ইমরান। তার সুর ও সংগীতে অনেক শিল্পীর গানই পেয়েছে শ্রোতাপ্রিয়তা। এদিকে চলতি বছর ইমরান রয়েছেন সফলতার ধারাবাহিকতায়। এরইমধ্যে যে গানগুলোই প্রকাশ হয়েছে, তার সবকটিই দর্শকপ্রিয়তা পেয়েছে।
সামনেই নতুন গান প্রকাশ হবে তার। সব মিলিয়ে বর্তমান দিনকাল কেমন কাটছে? ইমরান বলেন, বেশ ভালো। ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছে। এখনকার ব্যস্ততা কি নিয়ে? গান নিয়ে ব্যস্ততা চলছে। স্টেজ শোতে টানা ব্যস্ত আমি। দেশের বিভিন্ন স্থানে শো করছি নিয়মিত। এই ব্যস্ততা চলবে বর্ষা মৌসুম না আসা পর্যন্ত। আর নতুন গানের কাজতো রয়েছেই। বিভিন্ন কোম্পানি থেকে গান আসবে। কখন কোনটা প্রকাশ হবে তা সেট হয়ে আছে। বছরজুড়েই বিভিন্ন চমক পাবেন শ্রোতারা। তাছাড়া চলচ্চিত্রের নতুন গানও করছি বেশ কিছু। এ বছর যে গানগুলো প্রকাশ হয়েছে, সেগুলোর মাধ্যমে কি প্রত্যাশা অনুযায়ী সাড়া পেয়েছেন? ইমরান উত্তরে বলেন, আমি বেশ বেছে বেছে কাজ করেছি বছরের শুরু থেকে। ‘আমার কাছে তুমি অন্যরকম’, ‘কিছু কথা’, ‘মেঘেরই খামে’- এ তিনটি গান প্রকাশ হয়েছে ভিডিওসহ। এর মধ্যে সিএমভি থেকে প্রকাশিত ‘আমার কাছে তুমি অন্যরকম’ এক মাসের মধ্যেই ৫০ লাখ ভিউ অতিক্রম করেছে ইউটিউবে। অন্য দুটি গানের অবস্থাও খুব ভালো। তাছাড়া খুব ভালো ভালো কমেন্ট পড়েছে ইউটিউবের কমেন্ট বক্সে। যার মাধ্যমে আমি বেশ উৎসাহিত হয়েছি। শ্রোতাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। এভাবেই ভালো গান করে যেতে চাই সব সময়। সামনেতো নতুন গান আসছে? ইমরান বলেন, আগামীকাল নতুন গানের ভিডিও নিয়ে আসছি আমি। গানটির শিরোনাম ‘তোর নামের ইচ্ছেরা’। এবারের গানটি প্রকাশ করছে গানচিল মিউজিক। এরইমধ্যে এর প্রমো প্রকাশ হয়েছে। খুব ভালো সাড়া মিলছে। এবারের গানটির অডিও-ভিডিও খুব আলাদা। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। আর এর ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু ভাই। এ গানটিতে আমার মডেল হিসেবে দেখা যাবে কলকাতার নায়িকা দর্শনা বণিককে। গানটির শুটিং হয়েছে ভারতের লাদাখে। খুব সুন্দর একটি লোকেশন ছিল। দর্শনা আমার খুব ভালো বন্ধু। তাই কাজ করতে সুবিধে হয়েছে। আমাদের দুজনের রসায়নটা উপভোগ্য হবে বলেই আমার বিশ্বাস। সিনেমায় গান গাইতে কেমন লাগে? ইমরান বলেন, সিনেমায় গান গাওয়াটা চ্যালেঞ্জিং বিষয়। চ্যালেঞ্জ নিতে বরাবরই পছন্দ করি। আর সিনেমায় আমি নিজের বাইরে অন্য সুরকারদের সুরেও গাইছি। অনেক গুণীজনদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে আমার। অল্প সময়ে চলচ্চিত্রে আমার গাওয়া বেশ কিছু গান শ্রোতা-দর্শক খুব পছন্দ করেছেন। এটা আমার জন্য বড় ব্যাপার। সিনেমায় আমি নিয়মিতই গেয়ে যেতে চাই। এবার ভিন্ন প্রসঙ্গে আসি। প্রেম কিংবা বিয়ের কী খবর? ইমরান বলেন, বিয়ের বিষয় নিয়ে ভাবছি না এখন। ভাবলে সেটা সবাইকে জানাবো। আর প্রেম করার মতো সময় পাচ্ছি না।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর