× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

তোড়জোড় শুরু ঈদের নাটকের

বিনোদন

এন আই বুলবুল
২০ মার্চ ২০১৯, বুধবার

শুরু হলো ঈদের নাটকের তোড়জোড়। শিল্পী-নির্মাতা ও কলাকুশলী সবার বাড়ছে ব্যস্ততা। এরইমধ্যে স্বাধীনতা দিবসের নাটকের শুটিং শেষ করেছেন অনেকেই। তবে এখন সবার টার্গেট ঈদ। প্রতিটি ঈদেই টিভি চ্যানেলগুলোতে সর্বাধিক নাটক প্রচার হয়। বরাবরই ঈদের প্রায় দু’মাস আগে থেকেই শুরু হয় ঈদের নাটক নির্মাণ। যে সকল অভিনয় শিল্পী সারা বছর ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত থাকেন তারাও এই সময়ে ঈদের নাটকে অভিনয় করেন বলে জানান। ঈদকে কেন্দ্র করে শিল্পী ও নির্মাতাদের মধ্যে প্রতিযোগিতাও হচ্ছে।
কে কতগুলো নাটকে অভিনয় করলো, কোন নির্মাতা কতগুলো নাটক নির্মাণ করলো সবি এখন সংবাদ শিরোনামে আসছে। গেল কয়েক বছরে ঈদের নাটক নির্মাণও বেড়েছে। কারণ, আগে শুধু টিভি চ্যানেলের জন্য নাটক নির্মাণ হতো। এখন টেলিভিশনের পাশাপাশি বিভিন্ন ইউটিউব চ্যানেলের জন্যও নাটক নির্মাণ হচ্ছে। ঈদের নাটক নির্মাণের ধারাবাহিকতায় এবার সাগর জাহান নির্মাণ করেছেন ‘থ্রি-টু-ওয়ান-জিরো-অ্যাকশন’ ও ‘তাল মিছরি না হাওয়াই মিঠাই’ শিরোনামের দু’টি সাত পর্বের সিরিজ। দু’টি সিরিজেই বরাবর থাকছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও তিশা। বেশকিছু দিন অসুস্থ হয়ে বিশ্রামে থাকার পর আবারো শুটিংয়ে ফিরেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। ঈদের নাটকের মধ্য দিয়ে কাজ শুরু করেছেন বলে জানান তিনি। সম্প্রতি তিনি শেষ করেছেন আদিবাসী মিজানের ‘ডায়াবেটিস’ শিরোনামের একটি সাত পর্বের ধারাবাহিকের শুটিং। অভিনেত্রী নাদিয়া বেশির ভাগ সময় ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত থাকেন। তবে এরইমধ্যে শুরু করেছেন ঈদের নাটকের শুটিং। মীর সাব্বিরের সঙ্গে জুটি বেঁধে তিনি শেষ করেছেন ঈদের জন্য ‘অপ্রিয় অতিথি’ শিরোনামের একটি নাটক। এটি নির্মাণ করেছেন মোরশেদ সুমন। মধ্যরাত পর্যন্ত নাটকটির শুটিং করেন বলে জানান তিনি। জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম ও অপূর্ব ঈদের জন্য শুটিং শেষ করেছেন ‘মেঘের বাড়ি যাব’ শিরোনামের একটি খণ্ড নাটকের। এটি নির্মাণ করেছেন শুভ। দীপ্ত টিভির নিজস্ব স্টুডিওতে ‘আইজু ভাই নেতা হতে চায়’ নামে একটি ধারাবাহিক নাটকের শুটিং শেষ হয়েছে। এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, উর্মিলা শ্রাবন্তী করসহ আরো অনেকে। নাটকটি নির্মাণ করেছেন ফিরোজ কবির ডলার। অভিনেতা  মীর সাব্বির ঈদের জন্য ‘মতলব’ ও ‘মুকুল কলেজ’ নামে একটি ধারাবাহিক এবং একটি খণ্ড নাটক নির্মাণ করেছেন। তিনি ছাড়াও এতে অভিনয় করেছেন ফারজানা চুমকিসহ অনেকে। সম্প্রতি দার্জিলিং থেকে সতীর্থ রহমান ছয়টি খণ্ড নাটকের শুটিং শেষ করে এসেছেন। নাটকগুলোর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা। এগুলোও ঈদে প্রচার করা হবে বলে নির্মাতা জানান। চলতি সময়ের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও মডেল-অবিনেত্রী তানজিন তিশা আছেন অস্ট্রেলিয়ায়। সেখানে পাঁচটি খণ্ড নাটকের শুটিং করছেন তারা। নাটকগুলো নির্মাণ করছেন বান্নাহ। শুটিং শেষ করে তারা ২৪শে মার্চ দেশে ফিরবেন। এদিকে নতুন প্রজন্মের জোভান আহমেদ, তৌসিফ আহমেদ, সাফা কবিরসহ অন্যরাও ঈদের নাটকে অভিনয় করছেন। নাটক সংশ্লিষ্টদের মতে, গেল দু’বছর ঈদের নাটকের মান আগের চেয়ে কিছুটা ভালোর দিকে এসেছে। অনেক নির্মাতা গতানুগতিক ধারার গল্প থেকে বের হয়ে আসার চেষ্টা করেছেন। এই ঈদেও নির্মাতারা দর্শকের জন্য ভিন্ন গল্প ও নির্মাণশৈলীতে নতুনত্ব রাখবেন বলে প্রত্যাশা করছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর