× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ক্লাব এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

খেলা

স্পোর্টস রিপোর্টার
২০ মার্চ ২০১৯, বুধবার

আগের সভায় বাংলাদেশ ক্লাব এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছিল। গতকাল এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। তবে ঢাকা আবাহনী ও শেখ জামাল তাদের প্রতিনিধির নাম দেয়নি এই এসোসিয়েশনে। প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর মধ্যে নোফেল স্পোর্টিং ক্লাব, আরামবাগ, শেখ রাসেল, সাইফ স্পোর্টিং, চট্টগ্রাম আবাহনী ও মুক্তিযোদ্ধা তাদের প্রতিনিধি দিয়েছে ক্লাব এসোসিয়েশনে। চ্যাম্পিয়নশিপ লিগ, প্রথম থেকে তৃতীয় প্রায় সব বিভাগের ক্লাব কর্মকর্তা রয়েছেন এই কমিটিতে। ৮২ সদস্যের কমিটি হয়েছে। উপদেষ্টা হিসেবে রয়েছেন তিন জন। এরা হলেন- বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোজাফফর হোসেন পল্টু, মনজুর হোসেন মালু ও সাবেক তারকা ফুটবলার ইমতিয়াজ সুলতান জনি।
গতকালের ক্লাব এসোসিয়েশনের সভায় মূলত বাফুফের বার্ষিক সাধারণ সভার (এজিএম) বিষয়টি উঠে আসে।
সালাহউদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান কমিটি প্রায় তিন বছর পার করছে। কিন্তু এখনো এজিএম করেনি। ক্লাব এসোসিয়েশনের সভাপতি তরফদার রুহুল আমিন বলেন, ‘আমরা এজিএম চাই। ক্লাবগুলোর অনেক বিষয় জানার ও বলার রয়েছে। কিন্তু এজিএম না হওয়ার জন্য আমরা অনেক কিছু বলতে পারছি না এবং জানতেও পারছি না।’ ক্লাব এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি মমিনুল হক সাঈদ বলেন, ‘আমরা প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগে অংশ নেবো কি না ভাবছি। দ্বিতীয় লেগের আগে অংশগ্রহণ ফির টাকা আমাদের বুঝিয়ে দিতে হবে। না হলে আমরা ৮টি ক্লাব অঙ্গীকারবদ্ধ যে, লিগ খেলব না।’ ক্লাব এসোসিয়েশনের দাবি প্রিমিয়ার লিগের জন্য ৪০ লাখ ও চ্যাম্পিয়নশিপ লিগের জন্য ২০ লাখ টাকা। ক্লাব এসোসিয়েশনের সভায় বাফুফে সদস্য মাহফুজা আক্তার কিরণের বিষয়টি উঠে আসে। কিরণের ব্যাপারে ব্যক্তিগতভাবে বাফুফের দু-একজন কর্মকর্তা বক্তব্য দিলেও আনুষ্ঠানিক কোনো বিবৃতি বা অবস্থান ব্যক্ত করেননি কেউই। এই বিষয়ে বাফুফেকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন এসোসিয়েশনের কর্মকর্তারা। অনুষ্ঠানের সবার বক্তব্য ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া হবে বলেও কর্মকর্তারা জানান। কামরুন নাহার ডানা বলেন, ‘উনার ঔদ্ধত্য ক্রীড়াঙ্গনের সবারই জানা। প্রধানমন্ত্রী একজন সম্মানিত ব্যক্তি। কিন্তু উনি প্রধানমন্ত্রীর নাম ধরে যে বক্তব্য দেন তা অত্যন্ত লজ্জাজনক।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর