× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

বিজয়ের সেঞ্চুরি, আরিফুলের ঝড়

খেলা

স্পোর্টস ডেস্ক
২০ মার্চ ২০১৯, বুধবার

প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে ব্যাট হাতে (ডিপিএল) আলো ছড়াচ্ছেন এনামুল হক বিজয়। আগের ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে অপরাজিত সেঞ্চুরিতে প্রাইম ব্যাংককে বড় জয় এনে দিয়েছিলেন বিজয়। গতকাল শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষেও সেঞ্চুরি করেন তিনি। ম্যাচটিতে শেখ জামালকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২৫ রানে হারায় প্রাইম ব্যাংক। চলতি ডিপিএলে চার ম্যাচে এটি তাদের তৃতীয় জয়। আর শেখ জামালের তৃতীয় হার।  
সাভার বিকেএসপি মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪৪ রানের পাহাড় গড়ে প্রাইম ব্যাংক। ১২০ বলে আট বাউন্ডারিতে ১০১ রান করেন বিজয়।
তবে, ব্যক্তিগত সংগ্রহে তাকে ছাড়িয়ে যান ভারতীয় ক্রিকেটার অভিমান্যু ঈশ্বর। ১২০ বলে দশটি চার ও একটি ছক্কায় ১৩৩ রান করেন উত্তর প্রদেশের এই ক্রিকেটার। শেষের দিকে ব্যাট হাতে ঝড় তোলেন অলরাউন্ডার আরিফুল হক। মাত্র ২২ বলে তুলে নেন ফিফটি। ৩২ বলে চারটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৭ রানে অপরাজিত থাকেন আরিফুল।
বৃষ্টির কারণে কার্টেল ওভারে শেখ জামালের লক্ষ্য দাঁড়ায় ৩৭.১ ওভারে ২০৬। কিন্তু ৪ উইকেটে ২০৬ রানের বেশি তুলতে পারেনি তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন অলরাউন্ডার নাসির হোসেন। অধিনায়ক নুরুল হাসান সোহান ৫৪ রানে অপরাজিত ছিলেন। প্রাইম ব্যাংকের পক্ষে ৫১ রানে সর্বোচ্চ ২টি উইকেট নেন অফস্পিনার নাহিদুল ইসলাম। অনবদ্য সেঞ্চুরির সুবাদে ম্যাচসেরা হন প্রাইম ব্যাংকের অভিমান্যু।
সংক্ষিপ্ত স্কোর
টস: শেখ জামাল
প্রাইম ব্যাংক: ৫০ ওভারে ৩৪৪/৬ (বিজয় ১০১, অভিমান্যু ১৩৩, আরিফুল ৬৭*, অলক কাপালি ১৬, তানবীর হায়দার ২/২৭, তাইজুল ১/৫৭)
শেখ জামাল: (৩৭.১ ওভারে লক্ষ্য ২৩৬) ২০৬/৪ (ইমতিয়াজ ২৬, ফারদিন ১৭, নাসির ৭৬, নুরুল  ৫৪*, তানবীর ১৬*; নাহিদুল ২/৫১, মনির ১/২৩, আবদুর রাজ্জাক ১/৫২)
ফল: প্রাইম ব্যাংক ২৯ রানে জয়ী (ডি/এল)
ম্যাচসেরা: অভিমান্যু ঈশ্বর (প্রাইম ব্যাংক)।
 
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর