× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

নিহত আবরারের নামে ফুটওভার ব্রিজ

অনলাইন

স্টাফ রিপোর্টার
(৫ বছর আগে) মার্চ ২০, ২০১৯, বুধবার, ১২:১৮ অপরাহ্ন
গত জুলাই-আগস্টে প্রথম দফা সড়ক আন্দোলনে আরবার আহমেদ চৌধুরী

বসুন্ধরা আবাসিক এলাকায় প্রগতি সরণি এলাকায় বাসচাপায় নিহত বিইউপি শিক্ষার্থী আরবার আহমেদের নামে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বেলা পৌনে ১২টার দিকে বসুন্ধরা গেট সংলগ্ন ওই নির্মাণ কাজের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

গতকাল সকালে আবরার আহমেদ চৌধুরী নিহত হওয়ার পর শিক্ষার্থীরা রাস্তায় নেমে এলে মেয়র তাদের সরে যাওয়ার অনুরোধ করেন। এ সময় আবরারের নামে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের ঘোষণা দেন তিনি। শিক্ষার্থীরা সরে না গেলেও ওই ঘোষণা অনুযায়ী আজ এই ব্রিজটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

ব্রিজটি উদ্বোধনের কথা ছিলো নিহত শিক্ষার্থীর পিতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহমেদ চৌধুরী। কিন্তু তিনি অসুস্থ থাকায় সেখানে যেতে পারেননি।

এদিকে, উদ্বোধনের সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে যা যা করা দরকার তার সবই করা হবে।
এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে বিশেষ আলোচনা হয়েছে। তিনি জানান, রাজধানীর প্রত্যেক মোড়ে ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং নির্মাণ করা হবে। এছাড়া শৃঙ্খলা ফেরাতে ৬টি কোম্পানীর অধীনে পরিবহন পরিচালনা করতে হবে।
আছাদুজ্জামান মিয়া বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি। সর্বশেষ গ্রেপ্তার হওয়া চালকের বিরুদ্ধে সকল প্রকার আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।  
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর