× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ঢাকাস্থ জামালপুর সাংবাদিক ফোরামের সাঈদ সভাপতি বাদল সম্পাদক

অনলাইন

স্টাফ রিপোর্টার
(৫ বছর আগে) মার্চ ২০, ২০১৯, বুধবার, ৫:২৫ পূর্বাহ্ন

রাজধানী ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত জামালপুর জেলার সাংবাদিকদের সংগঠন ‘জামালপুর সাংবাদিক ফোরাম’ ঢাকা’র নতুন কমিটি গঠিত হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রির্পোটার মোহাম্মদ আবু সাঈদকে সভাপতি ও যুগান্তরের সিনিয়র রির্পোটার উবায়দুল্লাহ বাদলকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্যের একটি পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা রির্পোটাস ইউনিটির সাংগঠনিক সম্পাদক আফজাল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে কমিটি ঘোষণা করেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনয়ন ও বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক ফোরামের সভাপতি মোল্লা জালাল। এ সময় পালাবদল ডটনেটের সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমদ, আজকালের খবরের সম্পাদক ও নেত্রকোনা সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমেদ তালুকদার ও সাংবাদিক নেতা শাহজাহান মিয়া উপস্থিত ছিলেন। কমিটির সহ-সভাপতি হলেন ইত্তেফাকের মোহাম্মদ শাহজাদা, যুগ্ম সম্পাদক দীপ্ত টিভির মমিনুল হক আজাদ, সাংগঠনিক সম্পাদক বাংলানিউজের ইকরাম উদ দৌলা, অর্থ সম্পাদক যুগান্তরের সোহেল আহসান, দপ্তর সম্পাদক কালের কণ্ঠের শওকত আলী পলাশ, প্রচার সম্পাদক জাগো নিউজের আরিফুল ইসলাম আরমান প্রমুখ। কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন ডেইলি সানের মনিরুল আলম, বাংলাদেশের খবরের আফজাল বারী, বাসসের মাজহারুল আনোয়ার খান শিপু, সময় টিভির সাজিদ রাজু, বাংলাভিশনের শফিকুল ইসলাম সাবু এবং ইনকিলাবের খাতুনে জান্নাত কনা। এছাড়া ফোরামের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। উপদেষ্টারা হলেন, সিনিয়র সাংবাদিক হারুন হাবীব, আহমেদ দীপু, মুজতাহিদ ফারুকী, পল্লব মোহাইমেন, বদিউজ্জামান এবং পল্লব মাহমুদ।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর