× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

গোমস্তাপুরে একজনের মৃত্যুদণ্ড

বাংলারজমিন

চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি
২১ মার্চ ২০১৯, বৃহস্পতিবার

গোমস্তাপুর উপজেলার পূর্বজগৎ গ্রামের শামসুদ্দিন টগর হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড ও আরো তিনজনের দু’বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের অর্থদণ্ডও করা হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার ১২ আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়।
বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী এই দণ্ডাদেশ প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলো- পূর্বজগৎ গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রবিউল ওরফে রবু (২৫)। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হচ্ছে- নওগাঁর নেয়ামতপুর উপজেলার মঙ্গলতারা গ্রামের কাদের (২৭), শামসুল (৩০), শাম মোহাম্মদ (৫৭), আপেল (২০)। দু’বছরের দণ্ডপ্রাপ্তরা হচ্ছে- মঙ্গলতারা গ্রামের এনামুল হক (৪৬) ও শরিফ (২৫), পূর্বজগৎ গ্রামের আইনাল হক (৩৫)। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৩ সালের ২২শে জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি ফেরার পথে শামসুদ্দিন টগরকে আসামিরা লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মারাত্মকভাবে আহত করে।

পরের দিন ভোর ৬টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
ওই দিনই নিহতের ভাই জমশেদ আলী বাদী হয়ে গোমস্তাপুর থানায় ২১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর