× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

নিউ মার্কেট-আজিমপুর-ধানমন্ডি রুটে চলবে চক্রাকার বাস

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
২১ মার্চ ২০১৯, বৃহস্পতিবার

রাজধানীর নিউ মার্কেট-আজিমপুর-ধানমন্ডি রুটে আগামী ২৬শে মার্চ থেকে অত্যাধুনিক চক্রাকার বাস সার্ভিস চালু হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। গতকাল ডিএসসিসি মেয়রের সভাকক্ষে বাস রুট রেশনালাইজেশনের জন্য গঠিত কমিটির সমন্বয় সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সাঈদ খোকন বলেন, বাস রুট রেশনালাইজেশনের জন্য দুই বছর সময় লাগবে। একাদশ জাতীয় নির্বাচনের কারণে তা দুই তিন মাস ঠিকমতো কাজ করতে পারিনি। সভায় ডিএসসিসি মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সভায় প্রধানমন্ত্রীর দপ্তরের মুখ্য সমন্বয়ক আবুল কালাম, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ, রাজউক চেয়ারম্যান আব্দুর রহমান প্রমুখ।

চক্রাকার এ বাস সার্ভিসে বিআরটিসির ২০-২৫টি বাস থাকবে বলে জানা গেছে। এতে ৩৬টি স্পট নির্দিষ্ট করে দেয়া হবে। এসব স্পটে বাসগুলো নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করবে। কাউন্টারে প্রতি পাঁচ মিনিট পর পর একটি করে বাস আসবে।
এখানে সামান্য সময় অপেক্ষা করে যাত্রী নিয়ে চলে যাবে বাসগুলো। বিআরটিসি নির্ধারিত ভাড়ায় বাসগুলো চলবে। এ এলাকায় অন্য কোনো বাস চলাচল করবে না।

উল্লেখ্য, রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনের লক্ষ্যে গত বছর সিনিয়র সচিব জাফর আহমেদ খান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটি গঠন করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। ১০ সদস্যের এ কমিটির আহ্বায়ক করা হয় ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে। কমিটির অন্য সদস্যরা হলেন- বিআরটিএ চেয়ারম্যান, বিআরটিসি চেয়ারম্যান, রাজউক চেয়ারম্যান, ডিএমপি কমিশনার, গণপরিবহন বিশেষজ্ঞ ড. এস এম সালেহ উদ্দিন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর