× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

আবরারের পরিবারকে ১০ লাখ টাকা দেয়ার নির্দেশ

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
২১ মার্চ ২০১৯, বৃহস্পতিবার

বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর নিহতের ঘটনায় সাতদিনের মধ্যে তার পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বাসের মালিক সুপ্রভাত পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সড়ক দুর্ঘটনায় নিহত আবরারের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেয়া হবে না- তার কারণ জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতু সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, সুপ্রভাত পরিবহন কোম্পানিসহ আট বিবাদীকে এই রুলের জবাব দিতে হবে।

জনস্বার্থে করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল রিট আবেদনটি করে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারোয়ার কাজল।

আইনজীবী রুহুল কুদ্দুস কাজল আদেশের পর জানান, সচেতন নাগরিক হিসেবে জনস্বার্থে তিনি রিট আবেদনটি করেছেন। এর আগেও দুই বাসের রেষারেষিতে হাত হারানোর পর মারা যাওয়া তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের ঘটনায় রিট আবেদন করেছিলেন এ আইনজীবী। তখন রাজিবের পরিবারকে অন্তর্বর্তীকালীন আদেশের পাঁচ লাখ টাকা পরিশোধে বাধ্য করা হয় জাবালে নুর পরিবহন কর্তৃপক্ষকে।

এর আগে সকালে রুহুল কুদ্দুস কাজল সড়ক দুর্ঘটনায় আবরারের নিহতের প্রেক্ষিতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের এ বেঞ্চের নজরে আনেন। তখন আদালত বলেন- লিখিত আবেদন নিয়ে আসুন।
জবাবে রুহুল কুদ্দুস কাজল এক ঘণ্টা সময় চাইলে আদালত সম্মতি দেন। এরপর লিখিত আবেদন নিয়ে যাওয়া হলে আদালত শুনানি শেষে অন্তর্বর্তী আদেশ ও রুল জারি করেন।
পৃথক আরেকটি রুলে ‘সড়কে সাধারণ মানুষের নিরাপত্তা ব্যবস্থায় অব্যাহত ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না- তাও জানতে চাওয়া হয়েছে। এ ছাড়া আবরারের দুর্ঘটনার বিস্তারিত জানিয়ে ১৫ দিনের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করতে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)  একসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের পরিচালককে নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় সুপ্রভাত পরিবহনের বাসচাপায় প্রাণ হারান বিইউপি শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী। ঘটনাস্থলে তার পিতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।  চোখের সামনে বাসের চাকায় পিষ্ট ছেলের মর্মান্তিক মৃত্যুর এ দৃশ্য দেখতে হয়েছে হতভাগ্য এ পিতাকে। এ ঘটনার পর থেকেই বসুন্ধরা গেট এলাকা অবরোধ করে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এসে আবরারের নামে ফুটওভার ব্রিজ নামকরণের আশ্বাস দিলেও তারা বিক্ষোভ ও আন্দোলন থামান নি। বুধবারও ফের বিক্ষোভ ও আন্দোলন করেছেন শিক্ষার্থীরা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর