× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

অস্ট্রেলিয়ার সন্ত্রাসবাদ বিরোধী রাষ্ট্রদূত ঢাকায়

অনলাইন

কূটনৈতিক রিপোর্টার
(৫ বছর আগে) মার্চ ২১, ২০১৯, বৃহস্পতিবার, ১০:১৫ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ার সন্ত্রাসবাদ-বিরোধী রাষ্ট্রদূত পল ফোলি পিএসএম ঢাকা সফরে এসেছেন। ২১শে মার্চ তিনি বাংলাদেশে কাটাবেন। ১৯শে মার্চ বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার মিস জুলিয়া নিবলেট অতিথি দূতকে ঢাকায় স্বাগত জানান বলে দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি মতে, এই সফর, গুরুত্ব তুলে ধরে অস্ট্রেলিয়া আর বাংলাদেশের নিরাপত্তা সগযোগিতা যার মধ্যে রয়েছে একসাথে বৈশ্বিক সন্ত্রাসবাদ এবং উগ্রপন্থা মোকাবেলা করা।

রাষ্ট্রদূত ফোলির এই সফর অত্যন্ত সময়োপযোগী উল্লেখ করে তাতে বলা হয়, সফরকালে বাংলাদেশ সরকারের আইন-শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা এবং জননিরাপত্তা বিভাগের কর্মকর্তাদের সাথে আলোচনা হবে তার। সেখানে সন্ত্রাসবাদ মোকাবেলায় এবং প্রতিরোধে কার্যকরী পন্থা খুঁজে বের করা নিয়ে আলোচনা হবে। ঢাকাস্থ হাই কমিশনারের দেয়া বক্তব্যের পুনরাবৃত্তি করে অতিথি রাষ্ট্রদূত ফোলি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হতাহত বাংলাদেশীসহ গোটা বাংলাদেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান। রাষ্ট্রদূত ফোলি অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসনের বক্তব্য পুনর্ব্যক্ত করে এই হামলার কঠোর নিন্দা জানান।
প্রধানমন্ত্রী যেমনটি বলেছেন, অস্ট্রেলিয়া সারা বিশ্বের মুসলিমদের সাথে এই শোক ভাগ করে নিয়েছে এবং কখনোই উগ্রপন্থা মতবাদ সহ্য করবে না যার কারণে এই সন্ত্রাসী হামলা হয়েছে।

রাষ্ট্রদূত ফোলি তার সফর চলাকালীন গুরুত্ব আরোপ করে বলেন যে সন্ত্রাসবাদ এবং চরমপন্থা এখন সব দেশের জন্য একটি চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়া, দীর্ঘদিনের উন্নয়ন এবং নিরাপত্তা সহযোগী হিসেবে বাংলাদেশকে এবং তার নাগরিকদেরকে এই হুমকি মোকাবেলায় সহায়তা দিয়ে যাবে। রাষ্ট্রদূত ফোলি ঢাকাস্থ হাইকমিশনার জুলিয়া নিবলেট, গ্লোবাল কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড রেসিলিয়েন্স ফান্ডের (জিসিইআরএফ) নির্বাহী পরিচালক ডক্টর খালিদ কোসের এমবিই, এবং জিসিইআরএফ এর গভর্নিং বডির চেয়ার মিস ক্যারল বেলামি ঘুরে দেখবেন জিসিইআরএফ সমর্থিত কার্যক্রম এবং মতামত বিনিময় করবেন অংশগ্রহণকারীদের সঙ্গে, যাদের মধ্যে নারী ও তরুণরা রয়েছেন। সন্ত্রাসবাদ-বিরোধী রাষ্ট্রদূত হিসেবে ফোলি অস্ট্রেলিয়ার সন্ত্রাসবাদ-বিরোধী এবং চরমপন্থা-বিরোধী আন্তর্জাতিক কার্যক্রমে নেতৃত্ব দেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর