× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

‘শাকিব উল্টো আমাকেই হাতকড়া পরিয়ে ফেলে’

বিনোদন

কামরুজ্জামান মিলু
২২ মার্চ ২০১৯, শুক্রবার

একটা সময় নায়ক হিসেবে অমিত হাসানের ছিল আলাদা পরিচিতি। ‘চেতনা’, ‘জ্যোতি’, ‘বিদ্রোহী প্রেমিক’, ‘তুমি শুধু তুমি’, ‘চাকরানী’, ‘ভালোবাসার ঘর’, ‘প্রেমের সমাধি’, ‘কঠিন সীমার’সহ বেশকিছু ছবিতে তিনি নায়ক হিসেবে কাজ করে পান সফলতা। ১৯৯০ সালে ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। নায়ক হিসেবে দীর্ঘ সময় কাজ করার পর ২০১২ সালে শাহীন সুমনের ‘ভালোবাসার রং’ ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে সমাদৃত হন। এরপর একের পর এক নতুন ছবিতে নেগেটিভ চরিত্রে দেখা গেছে এই অভিনেতাকে। অমিত হাসান বলেন, ‘ভালোবাসার রং’ ছবিতে খলনায়ক চরিত্রে কাজ করার পর ভিন্ন কিছু অনুধাবন করলাম। নতুন চ্যালেঞ্জ হিসেবে বিভিন্ন ছবিতে নেগেটিভ চরিত্রে কাজ শুরু করলাম। তারপর থেকে খলনায়কের চরিত্রে ব্যস্ততাও বেড়ে গেল।
শেষ কয়েক বছর খলনায়কের চরিত্রেই বেশি কাজ করেছেন তিনি। দেশীয় ও যৌথ প্রযোজনার ছবিগুলোতে খলনায়ক চরিত্রে অভিনয় করেছেন অমিত হাসান। তিনি বলেন, ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘তবুও ভালোবাসি’, ‘ফাঁদ’, ‘হিরো দ্য সুপারস্টার’, ‘অগ্নি টু’, ‘রক্ত’, ‘নবাব’, ‘বস টু’, ‘মায়াবিনী’, ‘রাজনীতি’, ‘দুলাভাই জিন্দাবাদ’সহ বেশকিছু ছবি মুক্তির পর দর্শকদের ভালোবাসা পেয়েছি। এই সময়ের মধ্যে আমি নেগেটিভ চরিত্রেই বেশি অভিনয় করেছি। বর্তমানে মালেক আফসারীর পরিচালনায় ‘পাসওয়ার্ড’ ছবিতে একজন এডিশনাল কমিশনারের চরিত্রে অভিনয় করছি। ব্যতিক্রমী একটি চরিত্র। একটি মিশনে দেখা যাবে শাকিব খানকে আমি পাকড়াও করতে গিয়েছি। তবে, শাকিবকে হাতকড়া পরাতে গেলেও সে উল্টো আমাকেই পরিয়ে ফেলে। এরপর পালিয়ে যায়। দারুণ অ্যাকশন আছে এ ছবিতে। সামনে শিল্পী সমিতির নির্বাচন। এর আগে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে জয় পেয়েছিলেন অমিত হাসান। এবারের নির্বাচন ভাবনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, শাকিব খানের নির্বাচন করার কথা রয়েছে। তিনি সভাপতি পদে নির্বাচন করলে আমি সাধারণ সম্পাদক পদে করবো। আর শাকিব খান নির্বাচন যদি শেষ মুহূর্তে না করেন তাহলে আমি সভাপতি পদে নির্বাচন করবো বলে মনস্থির করেছি। দেখা যাক। এখনো তো সময় আছে কিছুদিন। সামনে অমিত হাসান অভিনীত এবং উত্তম আকাশ পরিচালিত ‘বয়ফ্রেন্ড’ ছবিটি মুক্তি পাবে। এটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। এ ছবির পর শাকিব খানের প্রোডাকশন থেকে ‘পাসওয়ার্ড’ ছবিটি মুক্তি পাবে। অমিত হাসান বলেন, এ বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিভাগের জন্য আমার অভিনীত ‘রাজনীতি’, ‘নবাব’, ‘বস টু’সহ মোট ছয়টি ছবি জমা হয়েছে। দেখা যাক কি হয়। আর সামনে ‘বয়ফ্রেন্ড’ ছবিটি মুক্তি পাবে। এ ছবির পর উত্তম আকাশের পরিচালনায় শাপলা মিডিয়ার প্রযোজনায় নতুন আরেকটি ছবিতে কাজের বিষয়ে কথা চলছে। সব ঠিক থাকলে এ ছবিতে খুব শিগগিরই কাজ শুরু করবো এবং সেই সঙ্গে মালেক আফসারীর ‘পাসওয়ার্ড’ ছবির কাজ শেষ করবো। খলনায়ক চরিত্রে বিভিন্ন ছবিতে বিভিন্ন গেটআপে দর্শকরা আমাকে দেখতে পাবেন। এজন্য প্রতিটি ছবিতে আলাদা প্রস্তুতি নিতে হয় আমাকে। এখন আমি নেগেটিভ চরিত্র বেশ উপভোগ করি। আমার বিশ্বাস, দর্শকরাও আমাকে এমন রূপে দেখতে পছন্দ করেন। দর্শকদের ভালোবাসার জন্যই এতকিছু আসলে করা। সামনে আরো ভালো কিছু কাজ দর্শকদের উপহার দিতে চাই।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর