× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড /১০ ধাপ অবনতি বাংলাদেশের

এক্সক্লুসিভ

মানবজমিন ডেস্ক
২২ মার্চ ২০১৯, শুক্রবার

বিশ্বের দেশগুলোর মধ্যে সব থেকে সুখী দেশ ফিনল্যান্ড। গত বছরও দেশটি তালিকায় প্রথম স্থানে ছিল। জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক (এসডিএসএন) প্রতি বছরই এই ‘বিশ্ব সুখীদেশ প্রতিবেদন’ প্রকাশ করে। এতে গত বছরের তুলনায় ১০ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। গত বছর বাংলাদেশ ছিল তালিকায় ১১৫তম। তবে এবার ১০ ধাপ পিছিয়ে ১২৫তম স্থানে নেমে এসেছে বাংলাদেশ। একটি দেশের মোট দেশজ উৎপাদন, সামাজিক উদারতা, স্বাস্থ্যকর জীবনমান, সামাজিক স্বাধীনতা, ভদ্রতা ও দুর্নীতির অনুপস্থিতির ভিত্তিতে এ তালিকা তৈরি করেছে সংস্থাটি। এতে বরাবরের মতোই প্রথম দিকে রয়েছে  ইউরোপের দেশগুলো।
তবে শীর্ষ দশে নেই এশিয়ার কোনো দেশ। এশিয়া মহাদেশের সব থেকে সুখী দেশ হচ্ছে ইসরাইল। তালিকায় দেশটির অবস্থান ১৩তম।
তালিকায় শীর্ষে থাকা ১০টি দেশ হল, ফিনল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, সুইডেন, নিউজিল্যান্ড, কানাডা ও অস্ট্রিয়া। এরমধ্যে শুধুমাত্র স্ক্যান্ডিনেভিয়ান দেশই রয়েছে ৪টি। এছাড়া যুক্তরাষ্ট্র ১৯, বৃটেন ১৫ ও জার্মানি রয়েছে ১৭তম অবস্থানে। অপরদিকে পৃথিবীর সব থেকে অসুখী ১০ দেশ হল, দক্ষিণ সুদান, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, আফগানিস্তান, তানজানিয়া, রুয়ান্ডা, ইয়েমেন, মালাবি, সিরিয়া, বতসোয়ানা ও হাইতি।
এশিয়ার প্রভাবশালী দেশগুলোর মধ্যে জাপান ৫৮, রাশিয়া ৬৮, চীন ৯৩ ও ইরান রয়েছে ১১৭তম অবস্থানে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের থেকে এগিয়ে আছে পাকিস্তান, নেপাল ও ভুটান। দেশগুলো যথাক্রমে ৬৭, ৯৫ ও ১০০তম অবস্থানে রয়েছে। এছাড়া তালিকায় বাংলাদেশের থেকে ১৫ ধাপ পেছনে অর্থাৎ ১৪০তম অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সব থেকে খারাপ অবস্থানে রয়েছে আফগানিস্তান। দেশটি সুখী দেশের তালিকায় রয়েছে ১৫৪তম অবস্থানে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর