× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

মলিন জার্মানি, ‘ভাগ্যবান’ সানে

খেলা

স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০১৯, শুক্রবার

তারুণ্যের যাত্রার শুরুতে হোঁচট খেলো জার্মানি। বুধবার প্রীতি ম্যাচে সার্বিয়ার সঙ্গে ১-১ গোলের ড্র নিয়ে খেলা শেষ করে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। ম্যাচে বাজে ট্যাকলের শিকার হন জার্মান তারকা লেরয় সানে। আর ম্যাচ শেষে জার্মানির কোচ জোয়াকিম লো বলেন, ‘সানে ভাগ্যবান। এটা ছিল বিদ্বেষমূলক মারাত্মক এক ফাউল। তার হাড় ভেঙে যেতে পারতো।’ গত মাসে জার্মানি দলের খোলনলচে পাল্টে ফেলেন কোচ জোয়াকিম লো। জেরোম বোয়াটেং, ম্যাট হুমেলস, টমাস মুলারের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের বাদ দিয়ে তারুণ্য নির্ভর দল সাজান জার্মানি কোচ। আর তরুণ দল নিয়ে প্রথম অ্যাসাইনমেন্টে হার দেখতে পারতেন লো।
ম্যাচের ১২তম মিনিটে ২১ বছর বয়সী ফ্রাঙ্কফুর্ট স্ট্রাইকার লুকা ইয়োভিচের গোলে এগিয়ে যায় সার্বিয়াই। আর সার্বিয়ানরা তা ধরে রাখে ম্যাচের ৬৯ মিনিট পর্যন্ত। খেলা শেষের ২০ মিনিট আগে জার্মানিকে সমতায় ফেরান লিওন গোরেতসকা। তবে জার্মানির ম্যানচেস্টার সিটি তারকা লেরয় সানেকে ফাউল করে ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে লাল কার্ড দেখেন সার্বিয়ান ডিফেন্ডার মিলান পাভকভ। ২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে রোববার প্রতিপক্ষের মাঠে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ২০১৪’র বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানি। একই দিনে অপর  অ্যাওয়ে ম্যাচে পর্তুগালের বিপক্ষে মাঠে নামবে সার্বিয়া। ২০১৪ বিশ্বকাপ জয়ী দলের কেবল গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে দেখা যায় সার্বিয়ার বিপক্ষে একাদশে। তবে ঘরের ভেন্যু ভল্ফসবুর্গের মাঠে মলিন ড্র শেষে জার্মানির কোচ জোয়াকিম লো বলেন, এটা আমাদের নতুন একটি দল। এক সঙ্গে প্রথমবার খেলতে নেমেছে তারা। তবে দ্বিতীয়ার্ধে তাদের খেলায় বোঝাপড়া দেখা গিয়েছে।

সব মিলিয়ে দলের নৈপুণ্যে আমি খুশি।

ম্যাচে প্রতিপক্ষের গোলবারে ২১টি শট নেন জার্মান খেলোয়াড়রা। এর ৯টি ছিল অনটার্গেটে। বিপরীতে ৮ শটের একটিকে অনটার্গেটে রেখে তা থেকে গোল আদায় করে সার্বিয়া।  
নাটকীয় জয় বেলহীন ওয়েলসের
ক্রিস্টাল প্যালেস গোলরক্ষক ওয়েইন হেনেসি, টটেনহ্যাম ডিফেন্ডার বেন ডেভিস, আর্সেনাল মিডফিল্ডার অ্যারন র‌্যামসি, রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড গ্যারেথ বেলের মতো শীর্ষ তারকাদের বাইরে রেখে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বিপক্ষে  একাদশ  সাজান ওয়েলসের কোচ রায়ান গিগস। আর নিজ মাঠে প্রীতি ম্যাচে মলিন নৈপুণ্য শেষে নাটকীয় জয় পায় ওয়েলস। বুধবার রাতে নিজেদের চেয়ে র‌্যাঙ্কিংয়ে ৭৪ ধাপ পেছনে থাকা ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে ১-০ গোলে হারায় ওয়েলসরা। ফিফা র‌্যাঙ্কিংয়ের ৯৩তম দল ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বিপক্ষে গোলবারে ২১ শট নিয়ে মাত্র ৬টি অনটার্গেটে রাখতে সক্ষম হয় স্বাগতিকরা। আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে প্রাচীন ভেন্যু রেসকোর্স  গ্রাউন্ডে খেলার শেষ বাঁশির আগমুহূর্তে ওয়েলসের জয়সূচক একমাত্র গোল পান বেন উডবার্নস। রেসকোর্স গ্রাউন্ডে ওয়েলস ফুটবল দল প্রথমবার খেলতে নেমেছিল ১৮৭৭ সালে।  ওয়েলস জাতীয় দলের দায়িত্বে কোচ রায়ান গিগসের এটি ১০ ম্যাচে চতুর্থ জয়। রোববার ২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে স্লোভাকিয়ার বিপক্ষে মাঠে নামবে ওয়েলসরা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর