× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ভোটের দিনে রাঙ্গামাটিতে সহিংসতা / পার্বত্য এলাকা ভ্রমণে বৃটেনের নিরাপত্তা সতর্কতা জারি

অনলাইন

কূটনৈতিক রিপোর্টার
(৫ বছর আগে) মার্চ ২১, ২০১৯, বৃহস্পতিবার, ১০:০৮ পূর্বাহ্ন

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি এলাকায় নির্বাচনী সহিংসতায় ভোট সংশ্লিষ্ট কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনী সদস্যসহ ৭ জন নিহত হওয়ার ঘটনায় নিজ দেশের নাগরিকদের সতর্ক করে ট্রাভেল এলার্ট জারি করেছে বৃটেন। লন্ডন সময় ২১শে মার্চ বিকাল ৩টা ৩৮ মিনিটে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টা ৩৮ মিনিটে জারি করা ওই সতর্ক বার্তায় বলা হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া নাগরিকদের পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবনে ভ্রমণ না করার জন্য পরামর্শ দিচ্ছে বৃটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস।

ওই এলাকায় নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে বৃটিশ বার্তায় বলা হয়Ñ পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা নিয়ে ধারাবাহিকভাবে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। সেখানে সহিংসতা এবং অন্যান্য অপরাধ-কর্মকাণ্ডের  প্রতিনিয়ত রিপোর্ট আসছে, বিশেষত: প্রত্যন্ত অঞ্চলে। গত ১৮ই মার্চ রাঙ্গামাটির উত্তরাঞ্চলের বাঘাইছড়িতে ভোট কেন্দ্রিক সহিংসতায় নির্বাচনী কর্মকর্তা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অনেকে নিহত হয়েছেন।

এ অবস্থায়ও যদি কোন নাগরিক (বৃটিশ) পার্বত্য এলাকায় যেতে চান (সফরের পরিকল্পনা বা প্রস্তাব করেন) তাদের অবশ্যই ১০তিন আগে বাংলাদেশের সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে ট্রাভেল প্লান পাঠাতে হবে। প্লান পাঠানো এবং অনুমোদনের জন্য চট্টগ্রাম বিভাগ এবং পাবর্ত্য জেলার দায়িত্বপ্রাপ্ত মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নম্বরও নিরাপত্তা সতর্কতায় সংযুক্ত করে দিয়েছে বৃটিশ সরকার।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর