× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ক্রাইস্টচার্চে হামলা: জরুরি বৈঠক ডেকেছে ওআইসি

অনলাইন

কূটনৈতিক রিপোর্টার
(৫ বছর আগে) মার্চ ২২, ২০১৯, শুক্রবার, ১২:৪৯ অপরাহ্ন

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর ও লিনউড মসজিদে সংঘটিত সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে ইসলামিক  সহযোগিতা সংস্থা (ওআইসি)। পাশাপাশি নিউজিল্যান্ডে বসবাসরত মুসলমানদের সঙ্গে সংহতি প্রকাশের জন্য জরুরি সন্ত্রাসবিরোধী বৈঠকও ডেকেছে সংস্থাটি।  শুক্রবার (২২ মার্চ) তুরস্কের ইস্তাম্বুলে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

ওআইসির শীর্ষ সম্মেলন ও নির্বাহী কমিটির বর্তমান চেয়ার তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যিপ এরদোগান এই বৈঠক আহ্বান করেন।

এদিকে, বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

ভূমিমন্ত্রীর সঙ্গে আরও থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আন্তর্জাতিক সংস্থা) এএফএম গাউসুল আজম সরকার। এছাড়া আরও যোগ দেবেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের উপ-মিশন প্রধান এবং ওআইসিতে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি ড. মো. নজরুল ইসলাম এবং ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম।

ইন্দোনেশিয়া, ইরান, কাতারসহ ওআইসিভুক্ত ২০ টিরও বেশি দেশের পররাষ্ট্রমন্ত্রী কিংবা বিশেষ প্রতিনিধি এই জরুরি বৈঠকে অংশ নেওয়ার কথা নিশ্চিত করেছেন। তুরস্কের রাষ্ট্রপতির বিশেষ আমন্ত্রণে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটারের ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য এ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর