× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

বাবু ও রাসেলের ‘ভিতরে মানুষ’

বিনোদন

স্টাফ রিপোর্টার
২২ মার্চ ২০১৯, শুক্রবার

ফজলুর রহমান বাবু একজন চাকরিজীবী। তার বাসায় কাজ করেন রাসেল মিয়া। বলতে গেলে সেখানে কাজ করেই বড় হয়েছে রাসেল। বাবুর একমাত্র সন্তানকে দেখাশোনা করতে গিয়ে ঘটতে থাকে নানান ঘটনা। এমনটাই জানা গেল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভিতরে মানুষ’ এর কাহিনী। কাজটি নিয়ে ফজলুর রহমান বাবু বলেন, এখানে আমার চরিত্রের নাম জসিম। আমার একমাত্র সন্তানের নাম মাধুর্য। মূলত আমার সন্তান, কাজের ছেলে রাসেল মিয়াসহ সংসার-সমাজের নানা বিষয়কে কেন্দ্র করেই এই স্বল্পদৈর্ঘ্যটি নির্মাণ করেছেন নির্মাতা।
সমাজ সচেতনতামুলক কাজ এটি। এ বিষয়ে রাসেল মিয়া বলেন, ‘ভিতরে মানুষ’ নামের এই স্বল্পদৈর্ঘ্যটির কাহিনী ও সংলাপ রচিয়তা প্রিসিলা ফাতেমা। দুই দিন আগে শুটিং করেছি আমরা। এর দৈর্ঘ্য হবে ১৩-১৪ মিনিট। খুব শিগগিরই  প্রিসিলা নিউ ইয়র্ক ইউটিউব চ্যানেলে দর্শকরা এটি দেখতে পাবেন। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শিরিন সুলতানা ইমু। কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর