× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

টাইগারদের আয়ারল্যান্ড সফরের সূচি

খেলা

স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০১৯, শুক্রবার

আসন্ন ইংল্যান্ড এবং ওয়েলস বিশ্বকাপকে সামনে রেখে আয়ারল্যান্ডে সফরে যাবে বাংলাদেশ। আগামী মে মাসের শুরুর দিকে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের আবহাওয়া ইংলান্ডের কাছাকাছি তাই বিশ্বকাপের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সুবিধা হবে টাইগারদের। আগামী ৫ই মে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে। ৭ই মে ক্যারিবীয়দের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা। আর ১৭ই মে ফাইনাল ম্যাচে দিয়ে শেষ হয়ে তিন জাতির সিরিজ। আগামী ১৮ই এপ্রিল বিশ্বকাপের জন্য বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা করবে বিসিবি। তাই আয়ারল্যান্ড সিরিজে বিশ্বকাপের চূড়ান্ত দল নিয়ে খেলতে যাবে টাইগাররা।

ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি:
তারিখ            ম্যাচ                                        ভেন্যু
৫ই মে        আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ        ক্লনটার্ফ
৭ই মে        ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ        ক্লনটার্ফ
৯ই মে            আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ        মালাহিড
১১ই মে        আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ        মালাহিড
১৩ই মে        ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ        মালাহিড
১৫ই মে        আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ        ক্লনটার্ফ
১৭ই মে            ফাইনাল                                মালাহিড
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর