× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

কুষ্টিয়া জামায়াতের আমীরসহ গ্রেপ্তার ২

বাংলারজমিন

কুষ্টিয়া প্রতিনিধি
২৩ মার্চ ২০১৯, শনিবার

কুষ্টিয়া জেলা জামায়াতের আমীরসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গ্রেপ্তারের সময় তাদের কাছে থেকে ৯টি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জনিয়েছে পুলিশ। কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, গতরাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া শহরের তুলাপট্টি এলাকা থেকে জেলা জামায়াতের আমীর একেএম আলী মহসিন মাস্টার ও সিনিয়র নায়েবে আমীর রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থেকে ৯টি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি। আটকদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা হয়েছে। জানা গেছে, গ্রেপ্তারদের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে শহরের বড় বাজার রেলগেট  থেকে ঝটিকা মিছিলটি বের হয়ে সিঙ্গার মোড়ে শেষ হয়। পরে ঝটিকা মিছিলের ৩ মিনিট ২৮ সেকেন্ডর একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে জেলা জামায়াতের আমীর মহসিন আলী মাস্টার ও সিনিয়র নায়েবে আমীর রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
ভিডিও ফুটেজে দেখা যায়, শহরের বড়বাজার রেলগেটে চত্বরে বিভিন্ন দিক থেকে দল বেঁধে প্ল্যাকার্ডসহ জামায়াত ইসলামের ব্যানারে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা জড়ো হতে থাকে। এ সময় তারা দলীয় মিছিলসহ নিউজিল্যান্ডের মসজিদে হামলার বিচার চাই, শান্তি চাই স্লোগান দিয়ে শহরের প্রধান সড়ক এনএস রোড প্রদক্ষিণ করে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর