× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ওভারে ৬ ছক্কা, ২৫ বলে সেঞ্চুরি!

খেলা

স্পোর্টস ডেস্ক
২৩ মার্চ ২০১৯, শনিবার

২৫ বলে সেঞ্চুরি হাঁকালেন ইংলিশ ব্যাটসম্যান উইল জ্যাকস। আর টর্নেডো সেঞ্চুরি পূরণের পথে জ্যাক এক ওভারে হাঁকালেন ৬টি ছক্কা। ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বলে সেঞ্চুরি পূরণের ঘটনা এটি। তবে জ্যাকের আফসোসও হতে পারে। আইসিসির স্বীকৃত না হওয়ায় এটি লেখা হবে না রেকর্ড বইয়ে। বৃহস্পতিবার দুবাইয়ে টি-টেন লীগের প্রস্তুতি ম্যাচে আইসিসির একাডেমি মাঠে মুখোমুখি হয় দুই ইংলিশ কাউন্টি দল সারে ও ল্যাঙ্কাশায়ার। ব্যাট হাতে ঝড় তোলা ইনিংসে ল্যাঙ্কাশায়ারের স্পিনার স্টিফেন পেরির এক ওভারে ছয়টি ছক্কা হাঁকান সারের ইংলিশ ব্যাটসম্যান উইল জ্যাকস। সেই ওভারে আসে ৩৭ রান।
ইনিংসে জ্যাকস হাঁকান ৮টি চার ও ১১টি ছক্কা। সারে ও ল্যাঙ্কাশায়ারের ম্যাচটি অফিশিয়াল নথিতে অন্তর্ভুক্ত হলে এটাই হতো ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের। ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে সেঞ্চুরি করেন এই প্রোটিয়া ব্যাটসম্যান। পেশাদার ক্রিকেটে  দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ক্রিস গেইলের। ২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন এই ক্যারিবীয় ব্যাটিং দানব। আন্তর্জাতিক রেকর্ড খাতায় জ্যাকসের রেকর্ডটি না লিখা হলেও টি-টেন ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনি তুলে নিলেন সেঞ্চুরি। সেঞ্চুরির পর জ্যাকস বলেন, ৯৮ রানের আগ পর্যন্ত সেঞ্চুরি নিয়ে ভাবিনি। সবকিছু দ্রুত হয়ে গেল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর