× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

একগুচ্ছ কর্মসূচি নিয়ে মাঠে নামছে ঐক্যফ্রন্ট

অনলাইন

স্টাফ রিপোর্টার
(৫ বছর আগে) মার্চ ২২, ২০১৯, শুক্রবার, ৯:৪০ পূর্বাহ্ন

এপ্রিল থেকে মাঠের কর্মসূচিতে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। এপ্রিল মাসজুড়ে বিভাগীয় শহর এবং জেলা পর্যায়ে কর্মীসভা ও সমাবেশের মাধ্যমে মাঠের কর্মসূচি শুরু করছে প্রধান বিরোধী জোট। আজ বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে ফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না। একই সঙ্গে স্বাধীনতা দিবস উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, আগামী ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঐক্যফ্রন্টের নেতারা সকাল ৯টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। নতুন নির্বাচনের দাবি, নিরাপদ সড়কের দাবি, সিটি কর্পোরেশন ও উপজেলা নির্বাচন, ডাকসু নির্বাচনে ভোট ডাকাতি, গ্যাসের মূল্য বৃদ্ধির পাঁয়তারা এবং অর্থনৈতিক বৈষম্যের প্রতিবাদে আগামী ৩০শে মার্চ বেলা ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন।

 এ ছাড়া ৩১শে মার্চ বিকাল তিনটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বাধীনতা দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে তিনি ঘোষণা করেন, এপ্রিল মাসজুড়ে বিভাগীয় শহর এবং জেলা পর্যায়ে কর্মীসভা ও সমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট। তিনি আরো বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে জাতীয় ঐক্যফ্রন্টের গণশুণানির রিপোর্ট পুস্তক আকারে বাংলা এবং ইংরেজিতে প্রকাশ করা হবে।


সংবাদ সম্মেলনে ডেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, জাতীয় ও উপজেলা নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে। যে নির্বাচনে অনেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। পাহাড়ী এলাকাসহ অনেক এলাকায় নির্বাচন কেন্দ্রিক অনেক প্রাণহানি ঘটেছে। কোন কোন কেন্দ্রে কুকুর শুয়ে থাকতে দেখা গেছে। আবার কোন কেন্দ্রে আনসার বাহিনীকে শুয়ে থাকতে দেখা গেছে। কোন ভোটার যায়নি।

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন হয়েছে। সরকার ইতিমধ্যে স্বীকার করে নিয়েছে নিরাপদ সড়কের নিশ্চয়তা তারা দিতে পারেনি।  এর পর ব্যাংক ঋণের মাধ্যমে কোটি কোটি টাকা যারা অপহরণ করে দিয়েছে। যে ঋণ কোনদিন পরিশোধ হবে না। তাদের এক শতাংশের বিনিময়ে সমস্ত ঋণ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে। আমরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাই। কারণ সরকার কোটি কোটি টাকা যারা চুরি করে নিয়েছে তাদের ঋণ মওকুফ করে দেয়। কিন্তু কৃষকের সামান্য ঋণ মওকুফ করেনা। তাদের জেলে নিয়ে যায়।

তিনি বলেন, মাসের পর মাস, বছরের পর বছর নাগরিকরা অপহরণ হয়ে যাচ্ছে। আমাদের গোয়েন্দা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি কারণে এটা এসব অপহরণের স্বীকার মানুষদের উদ্ধার করতে পারছেনা সেটা আমরা বুঝতে পারছি না। এটা নিয়ে জনগণের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে।

আবদুর রব বলেন, দেশের জনগণ আজ হতবাক হয়ে তাকিয়ে আছে। দেশে এখন এক দলীয় শাসন নয় এক ব্যাক্তির শাসন চলছে। জাতি তাকিয়ে আছে স্বৈরাচারি, ডিক্টেটরি, ফ্যাসিবাদি শাসনকে পরাজিত করতে ঐক্যফ্রন্ট ভূমিকা রাখুক।

এর আগে বিকেল সাড়ে ৪টায় জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শুরু হয়। বৈঠকে অন্যান্যদের মধ্যে বিএনপির ¯স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় নেতা মো. মমিন উল্লাহ, ডা. জাহিদ, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক প্রমুখ উপস্থিত ছিলেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর