× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

শৈলকুপায় ওসিকে সাময়িক অব্যাহতি

বাংলারজমিন

ঝিনাইদহ প্রতিনিধি
২৩ মার্চ ২০১৯, শনিবার

ঝিনাইদহের শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমানকে ৫ দিনের জন্য শৈলকুপা থানার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়। নির্বাচন কমিশনের আদেশে বলা হয়, ২১ থেকে ২৫শে মার্চ পর্যন্ত ওসি তার দায়িত্বে থাকবে না। এ আদেশ পাওয়ায় ওসিকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন পুলিশ সুপার। তার স্থলে কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালেহ উদ্দিনকে উপজেলা নির্বাচন পরিচালনাসহ থানার দায়িত্ব দেয়া হয়েছে। পক্ষপাতিত্বের কারণে কোনো প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে তাকে অব্যাহতি দিতে পারে বলে মনে করা হচ্ছে। ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালেহ উদ্দিন জানান, নির্বাচন কমিশন ওসি আয়ুবুর রহমানকে কি কারণে অব্যাহতি দিয়েছেন তা আমি জানি না, তবে পরবর্তীতে কোনো ওসি এই থানায় দায়িত্বভার না নেয়া পর্যন্ত আমাকে এখানে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর