× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

সিলেটের ঘাতক ট্রাকচালক গ্রেপ্তার

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৪ মার্চ ২০১৯, রবিবার

ঢাকা মেট্রো-ট-২২-২৪৬১ নম্বর ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে দক্ষিণ সুরমা থানার সহযোগিতায় লালাবাজার সড়ক থেকে আটক করে ট্রাকটি। পরে এয়ারপোর্ট থানা পুলিশ ট্রাকসহ চালক সুলেমানকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদত হোসেন জানিয়েছেন, নিহতের ঘটনায় ট্রাক চালকের ওপর হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ট্রাক চালক সুলেমান থানা হাজতে আছে। ট্রাকটি থানায় জব্দ করা হয়েছে বলে তিনি জানান। দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ফজল বলেন, ট্রাক চালকসহ এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ঢাকা মেট্রো-ট-২২-২৪৬১ নম্বর ট্রাকের মালিক সিতাব আলী।
তিনি সিলেট নগরীর সুবিদবাজারের সাগরদীঘির পার এলাকার বাসিন্দা। গত শুক্রবার সকাল সোয়া ৮টায় আম্বরখানার ট্রাফিক পয়েন্টের পশ্চিম পাশে রাস্তা পারাপারের সময় পথচারী দেবাশীষ দেব পিনাক (৫৬)কে ওই ট্রাকটি ধাক্কা দিয়ে গুরুতর আহত করে। ঘটনাস্থলেই তার পা ভেঙে যায় এবং শরীর থেকে রক্তক্ষরণ হতে থাকে। এ সময় উপস্থিত কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তাকে কিছু সময় চিকিৎসা দেয়া অবস্থায় দেবাশীষ মারা যান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর