× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

সরাইলে ঝড়ের তাণ্ডব, নিহত ১

বাংলারজমিন

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
২৪ মার্চ ২০১৯, রবিবার

চৈত্র মাসের দ্বিতীয় সপ্তাহে-ই ঝড়ের তাণ্ডবে কেঁপে উঠেছিল সরাইল। গত শুক্রবার রাতে ঝড় ও শিলাবৃষ্টিতে ইরি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপড়ে গেছে গাছপালা ও বেশ কিছু বসতঘর। ভেঙে গেছে বিদ্যুতের খুঁটি। মাটিতে ছিড়ে পড়েছে বৈদ্যুতিক ক্যাবল (তার)। ফলে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন ধন মিয়া (৫০) নামের এক কৃষক।  
ক্ষতিগ্রস্ত স্থানীয় লোকজন জানায়, গত শুক্রবার রাত ৯টার দিকে আকাশ অন্ধকার হয়ে যায়। মুহূর্তের মধ্যে বিকট শব্দে শুরু হয়ে যায় ঝড়ো হাওয়া।
সঙ্গে শিলাবৃষ্টি। চলে যায় বিদ্যুৎ। গোটা উপজেলার ৯টি ইউনিয়নেই ১ ঘণ্টা চলে ঝড়ের তাণ্ডব। বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে যায়। অনেক জায়গায় ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। সঙ্গে ছিড়ে মাটিতে পড়ে গেছে বৈদ্যুতিক ক্যাবল (তার)। শিলাবৃষ্টির কারণে উপজেলার কয়েকটি হাওরের ইরি ফসলের ব্যাপক ক্ষতির কথা জানিয়েছেন একাধিক কৃষক। সরাইল-নাসিরনগর সড়কের লস্কর পাড়া এলাকায় সড়কে ক্যাবল পড়ার কারণে ঘণ্টা খানেক যান চলাচল বন্ধ থাকে। কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামে ছিড়ে পড়েছিল বৈদ্যুতিক তার। রাতেই লোকজন পিডিবির কর্মচারীদের জানিয়েছিল। কোনো প্রতিকার হয়নি। সারা রাত গোটা সরাইল ছিল বিদ্যুৎহীন। সকাল ৬টার দিকে আসে বিদ্যুৎ। ৭টার দিকে ওই গ্রামের বজলু মিয়ার ছেলে কৃষক ধন মিয়া বিদ্যুতের তার সরাতে গিয়ে স্পৃষ্ট হয়ে মারা যান ধন মিয়া। পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তিকে হারিয়ে স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে একেবারেই ভেঙে পড়েছেন। সরাইল পিডিবির নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ বিভাগ) মো. মাঈন উদ্দিন বলেন, ঝড়ে বিভিন্ন স্থানে অন্তত ১০টি খুঁটি ভেঙে পড়েছে। সূর্যকান্দির বিষয়টি তাকে কেউ জানায় নি। ধন মিয়া তার বসতবাড়ির সার্ভিস তারে স্পৃষ্ট হয়ে মারা গেছেন। তারপরও খবর নিয়ে দেখছি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর