× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

রূপগঞ্জে চাঁদা না দেয়ায় অফিসে তালা দিলো সন্ত্রাসীরা

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে
২৪ মার্চ ২০১৯, রবিবার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে একটি আবাসন প্রতিষ্ঠানে হামলা করেছে সন্ত্রাসীরা। এ সময় প্রতিষ্ঠানের বালি ভরাটের পাইপ লাইন কেটে দেয়ার পর পাশাপাশি ড্রেজার ভাঙচুর ও অফিসে তালা ঝুলিয়ে দেয় তারা। গত শুক্রবার রাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী এলাকায় এই ঘটনা ঘটে।
আবাসন প্রতিষ্ঠান পূর্বাচল মেরিন সিটির প্রকল্প ব্যবস্থাপক জহির হোসেন জানান, উপজেলার কালনী, হিরনাল, জিন্দাসহ আশেপাশের কয়েকটি মৌজা নিয়ে মেরিন সিটির প্রকল্প গড়ে উঠেছে। প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। এখানে প্লট বিন্যাসের পাশাপাশি বাসস্থানের যোগ্য করে বালু ভরাটের কাজ চলছে। এমতাবস্থায় প্রতিষ্ঠানের কাজ সচল রাখার জন্য পূর্বাচলের আতঙ্ক, বহু মামলার আসামি ও হিরনাল এলাকার তারা মিয়ার ছেলে সন্ত্রাসী হুমায়ুন কবীর মিঠু ও তার সহযোগীরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না পেয়ে শুক্রবার রাতে মিঠুর নেতৃত্বে কামরুল হাসান নয়ন, মোতাহার ফকির, হালিম মোল্লা, জামান, রেজু, শিবজন, ছলু, রুবেলসহ আরো ৪০/৫০ জন মিলে হামলা করে। এ সময় তারা দুই কিলোমিটার পাইপ লাইন কেটে দেয়ার পাশাপাশি ড্রেজার ভাঙচুর ও মেরিন সিটির সাইড অফিসে তালা ঝুলিয়ে দেয়।

 স্থানীয়রা জানান, মিঠু বাহিনীর অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হলেও ভয়ে কেউ প্রতিবাদ করতেও সাহস পায় না। কিছুদিন পূর্বে এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগে মিঠুকে গ্রেপ্তার করেছিল র‌্যাব। এছাড়া তার বিরুদ্ধে গোবিন্দপুরের মহসিন হত্যা, পূর্বাচলের ঠিকাদার বেলায়েত হোসেন হত্যা, বাগবেড় এলাকার মৌলভি হাসান আলীর হাত-পা ভেঙে দেয়া, এলাকায় জমি বিক্রেতা ও পূর্বাচলের ঠিকাদারদের কাছ থেকে চাঁদা আদায়, হাইওয়েতে তেলের ড্রামভর্তি ট্রাকে ডাকাতি, গরুবাহী ট্রাক থেকে গরু লুট, হাইওয়ে বাইপাসে বড় গাছ ফেলে গাড়িতে ডাকাতি, নিরীহ মানুষের বাড়িতে ডাকাতি, খুন, নারী ধর্ষণ, দেশি মদ তৈরি করে বিক্রিসহ অসংখ্য অভিযোগ আছে।
এ ব্যাপারে মিঠুর সঙ্গে যোগযোগ করা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, মেরিন সিটি জোর করে বিভিন্ন জলাশয় ভর্তি করে ফেলেছে। তাদের বিরুদ্ধে আমি অবস্থান নিয়ে মামলা করেছি বলে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহামুদুল হাসান বলেন, আবাসন কোম্পানির অফিসে হামলার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর