× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

প্রেমিক যুগলের থানায় বিয়ে

বাংলারজমিন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
২৪ মার্চ ২০১৯, রবিবার

বগুড়ার শেরপুর থানায় আটকের পর এক প্রেমিক যুগলের বিয়ে সম্পন্ন হয়েছে। শেরপুর থানা পুলিশের মধ্যস্থতায় ছেলে-মেয়ের পরিবারের সম্মতিতে মাত্র ৩ লাখ টাকার কাবিননামামূলে ইসলামী শরীয়া মোতাবেক ওই বিয়ে সম্পন্ন হয়। গতকাল দুপুরে পৌরসভার নিকাহ রেজিস্ট্রার/কাজী ডেকে  শেরপুর থানার গোলঘরের সার্ভিস ডেলিভারি সেন্টার কক্ষে ছেলে মেয়ের বিয়ে রেজিস্ট্রির পর বিয়ে পড়ানো হয়। এদিকে ওই চাঞ্চল্যকর ঘটনাটি জানাজানি হলে শ’ শ’ উৎসুক জনতা থানা চত্বরে ভিড় জমায়।  শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বুলবুল ইসলাম জানান, শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া পশ্চিমপাড়া গ্রামের ফজর আলীর ছেলে সুমন শেখ (২৩) এর সঙ্গে ঢাকা গাজীপুর জেলার মণিপুর এলাকার জনৈক আঃ মতিন শেখের মেয়ে মাহি খাতুনের (২১) মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় ঘটে। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘ দুই বছর ধরে যোগাযোগ অব্যাহত রাখার সূত্রধরে গত শুক্রবার মাহি খাতুন তার এক ফুফাতো বোনকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে শেরপুর উপজেলার বাগড়া গ্রামের সুমন শেখের বাড়িতে উঠে। এরপর স্থানীয় লোকজন ঘটনাটি জানতে পেরে শেরপুর থানা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই প্রেমিক যুগলকে আটক করে থানায় আনে।
একপর্যায়ে উভয় পরিবারের সম্মতিতে বিয়েতে রাজি হন তারা। গতকাল শনিবার দুপুরে তাদের বিয়ে দেয়া হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর