× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার , ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ শওয়াল ১৪৪৫ হিঃ

নোয়াখালীতে ডাকাত গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার নোয়াখালী থেকে
২৪ মার্চ ২০১৯, রবিবার

নোয়াখালীতে ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ৬নং নাটেশ্বর ইউপির প্রবাসীর বাড়ীতে লুটপাট, ডাকাতি, প্রবাসীর বাড়িতে অগ্নিসংযোগ মসজিদের ইমামের মোবাইল, টাকা সহ আসামিদের বিরুদ্ধে মামলা না নিয়ে রহস্যজনক কারণে আসামি গ্রেপ্তার না করার প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে গতকাল বিকালে চৌমুহনী সোনাইমুড়ী সড়কের নাটেশ্বর ইউপির ৪নং ওয়ার্ড মেম্বার রফিক উল্যা, ব্যবসায়ী রহমত উল্যাহ, সমাজ সেবক সাইদুল ইসলাম ও আবদুর রহিমের নেতৃত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী সাংবাদিকদেরকে জানায়, গত ১২ই মার্চ থেকে এলাকায় চুরি, ডাকাতি, হাইজ্যাক বৃদ্ধি পেয়েছে। এতে প্রশাসনের নিকট তেমন কোন সহযোগিতা পাওয়া যায়নি। প্রবাসী মহিলা রেজিয়া বেগমের ভাই আবদুর রহিম সাংবাদিকদেরকে জানান, গত মঙ্গলবার গভীর রাতে ডাকাত দল তার প্রবাসী বোনের বাড়ির সামনে ফাঁকা গুলির আওয়াজ করে আতংক সৃষ্টির মাধ্যমে মুহূর্তের মধ্যে দরজা, জানালা ভেঙে ১৬/১৭ জনের ১ দল ডাকাত হাত, পা বেঁধে এবং মুখে স্কচটেপ লাগিয়ে ঘরে থাকা প্রায় ৫০ ভরি স্বর্ণ ও হীরার আংটি, মোবাইল, টাকাসহ লুটপাট করে নিয়ে যায়। এতে প্রায় ৫০ লক্ষ টাকা ক্ষতি হয়। ঐদিন সকালে বিষয়টি থানায় জানালে সোনাইমুড়ী থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করে আইনি ব্যবস্থা নিবে বলে আশস্ত করে ক্ষতিগ্রস্ত পরিবারকে। ওই ঘটনা তদন্ত করে থানায় মামলা গ্রহণ করে দোষীদেরকে আইনের মুখোমুখি করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর জোর হস্তক্ষেপ কামনা করেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর