× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ডাচ্‌-ডয়েশ লড়াই আজ

খেলা

স্পোর্টস ডেস্ক
২৪ মার্চ ২০১৯, রবিবার

ইউরো-২০২০ বাছাইয়ের ‘সি’ গ্রুপের বিগ ম্যাচে আজ রাতে মুখোমুখি হচ্ছে দুই পুরনো ‘শত্রু’ নেদারল্যান্ডস-জার্মানি। আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে।
১৬২ দিনের মধ্যে এটি ডাচ-ডয়েশ তৃতীয় দ্বৈরথ। এর আগে উয়েফা নেশন্স লীগের গ্রুপ পর্বে দু’বার মুখোমুখি হয় তারা। অক্টোবরে আমস্টারডামে প্রথম ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ৩-০ গোলে বিধ্বস্ত করে নেদারল্যান্ডস। নভেম্বরে ফিরতি ম্যাচে জার্মানদের মাঠে ২-০ গোলে পিছিয়ে থেকেও ২-২ গোলে ড্র করে ডাচ্‌রা। এতে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ফ্রান্সকে পেছনে ফেলে গ্রুপসেরা হয়ে নেশন্স লীগের সেমিফাইনালের টিকিট কাটে নেদারল্যান্ডস। আর ৪ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে আসরের ‘টপ টিয়ার’ থেকে দ্বিতীয় স্তরে নেমে যায় ফুটবলের পাওয়ার হাউস জার্মানি।
এবারের ইউরো বাছাইয়ের ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বেলারুশকে ৪-০ গোলে উড়িয়ে শুভ সূচনা করে নেদারল্যান্ডস।
বাছাই পর্বে এটি জার্মানির প্রথম ম্যাচ। সর্বশেষ প্রীতি ম্যাচে সার্বিয়ার বিপক্ষে কোনোমতে ১-১ গোলে ড্র করে তিনবারের ইউরোজয়ী জার্মানি। বিশ্বকাপজয়ী তারকা জেরোম বোয়াটেং, টমাস মুলার ও ম্যাট হামেলসকে বাইরে রেখে এবার তারুণ্য নির্ভর দল সাজিয়েছেন কোচ জোয়াকিম লো। কিন্তু সার্বিয়ার বিপক্ষে তাদের পারফরমেন্স মন ভরাতে পারেনি ডয়েশ সমর্থকদের। প্রথমার্ধেই গ্যালারিতে ‘দুয়ো ধ্বনি’ ওঠে। নিজেদের শেষ ছয় ম্যাচের কেবল দু’টিতে জিতেছে জার্মানি। একটিতে তাদের প্রতিপক্ষ ছিল পেরু অপরটিতে রাশিয়া।
তবে জার্মান উইঙ্গার জুলিয়ান ব্রান্ট মনে করেন, খারাপ সময়টা শিগগিরই কাটিয়ে উঠবেন তারা। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ সামনে রেখে বায়ার লেভারকুসেন তারকা ব্রান্ট বলেন, ‘২০১৮ সালটা আমাদের মুখে চপেটাঘাত করেছে। কোনো কিছুই আমাদের পক্ষে যায়নি। এখনও কোনো কিছু আমাদের অনুকূলে নয়। তবে আমাদের বিশ্বাস রাখতে হবে যে, আমরা ভালো খেলতে পারি। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে আমরা সহজেই হেরে গিয়েছিলাম। কিন্তু দ্বিতীয় ম্যাচে জয়টা কিন্তু নিজেদের কারণে হাতছাড়া হয়। আমরা একটা ভালো দল। নিজেদের খারাপ ভাবা উচিত নয় আমাদের।’ রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই তল্পিতল্পা গুটায় আগেরবারের চ্যাম্পিয়ন জার্মানি। গ্রুপের শেষ ম্যাচে জার্মানরা পরিষ্কার ২-০ গোলে হার দেখে দক্ষিণ কোরিয়ার কাছে।
সবধরনের প্রতিযোগিতায় অতীতে মোট ৪২ ম্যাচে মুখোমুখি হয়েছে জার্মানি-নেদারল্যান্ডস। ১১টিতে জিতেছে ডাচ্‌রা, জার্মানি জিতেছে ১৫টিতে আর ১৬ ম্যাচ ড্র।
হাঙ্গেরিকে সমীহ ক্রোয়েশিয়ার
‘ই’ গ্রুপে স্লোভাকিয়ার বিপক্ষে হার দিয়ে ইউরোর বাছাইপর্ব শুরু করে হাঙ্গেরি। আর আজারবাইজানের বিপক্ষে প্রথমে গোল খেয়ে শেষ পর্যন্ত  ২-১ ব্যবধানের জয়ে হাঁফ ছাড়ে ২০১৮ বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া। বুদাপেস্টে আজ মুখোমুখি হচ্ছে হাঙ্গেরি-ক্রোয়েশিয়া। কাগজে-কলমে হাঙ্গেরির চেয়ে এগিয়ে ক্রোয়েশিয়া। তবে লড়াইয়ে নামার আগে হাঙ্গেরিকে সমীহ দেখান ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো দালিচ।  গতকাল সংবাদ সম্মেলনে দালিচ বলেন, ‘আমরা তাদের খেলার মান ও সামর্থ্য সম্পর্কে জানি। স্লোভাকিয়ার বিপক্ষে হাঙ্গেরি হেরেছে, তবে খারাপ খেলেনি।’
যুগোস্লাভিয়া থেকে ১৯৯১ সালে স্বাধীনতা অর্জন করা ক্রোয়েশিয়ার বিপক্ষে ফুটবলে জয়ের স্মৃতি নেই হাঙ্গেরিয়ানদের। পরস্পর ৭ সাক্ষাতে চার ড্রয়ের সঙ্গে তিনবার জয় দেখেছে ক্রোয়াটরা। ‘ই’ গ্রুপে সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোর বাছাইপর্ব শুরু করতে যাচ্ছে গ্যারেথ বেলের ওয়েলস। সর্বশেষ ত্রিনিদাদ টোবাগোর বিপক্ষে প্রীতি ম্যাচে ১-০ গোলে জেতে কোচ রায়ান গিগসের দল।
সাইপ্রাসের বিপক্ষেও নেই লুকাকু
পায়ের ইনজুরির কারণে সাইপ্রাসের বিপক্ষে ইউরোর বাছাইয়ের ‘আই’ গ্রুপে বেলজিয়ামের দ্বিতীয় ম্যাচটিও মিস করবেন রোমেলু লুকাকু। গতকাল বেলজিয়াম দলের অফিসিয়াল টুইটে বলা হয়, ‘লুকাকু সাইপ্রাসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটিতে দলের সঙ্গে যাচ্ছে না। তার দ্রুত সুস্থতা কামনা করছি।’
আক্রমণভাগের খেলোয়াড় লুকাকুকে ছাড়াই বাছাইপর্বের প্রথম ম্যাচে রাশিয়াকে ৩-১ গোলে উড়িয়ে দেয় গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট বেলজিয়াম। জোড়া গোল করেন অধিনায়ক ইডেন হ্যাজার্ড। অপরদিকে, নিজেদের প্রথম ম্যাচে সান মারিনোকে ৫-০ গোলে বিধ্বস্ত করে সাইপ্রাস।  
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর