× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

‘এমন ছবিতে কাজের অভিজ্ঞতা সত্যিই আলাদা’

বিনোদন

কামরুজ্জামান মিলু
২৪ মার্চ ২০১৯, রবিবার

ইয়ামিন হক ববি। ঢালিউডের এই নায়িকা এরইমধ্যে বাংলাদেশে ‘খোঁজ-দ্য সার্চ’, ‘দেহরক্ষী’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘রাজত্ব’, ‘অ্যাকশন জেসমিন’, ‘স্বপ্নছোঁয়া’, ‘হিরো দ্য সুপারস্টার’, ‘আই ডোন্ট কেয়ার’, ‘রাজা বাবু’, ‘ব্ল্যাকমেইল’, ‘এক রাস্তা-ওয়ান ওয়ে’সহ বেশকিছু ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। মাঝে নতুন একটি ছবির শুটিংয়ে ভারত ও থাইল্যান্ডে ছিলেন তিনি। তার অভিনীত এ ছবিটি কলকাতার একটি প্রোডাকশনের। ছবিটির নাম ‘রক্তমুখী নীলা’। ববি এ প্রসঙ্গে বলেন, আসলে এর আগেও কলকাতার ছবিতে কাজের কথা হয়েছিল। তবে ব্যাটে বলে মিলেনি আমার। ‘রক্তমুখী নীলা’র মাধ্যমে কলকাতার ছবিতে কাজ করা হলো এবার।
বিষয়টি আমার জন্য দারুণ আনন্দের। এখন বাংলাদেশের অনেকেই টলিউডের সিনেমায় অভিনয় করছেন। সেই তালিকায় আমার নামটি যুক্ত হলো।  ছবির গল্প, গান, অ্যাকশন সবই এক কথায় অসাধারণ। এমন ছবিতে কাজের অভিজ্ঞতা সত্যিই আলাদা। চেষ্টা থাকবে ভালো কাজের মাধ্যমে সেখানকার দর্শকের মন জয় করে নেওয়ার। এ ছবিতে ববির বিপরীতে সব্যসাচী মিশরা অভিনয় করছেন। পরিচালনায় আছেন ভারতের জয়দীপ মুখার্জি। এদিকে ববি অভিনীত ‘নোলক’ ছবিটি বাংলাদেশে সামনে মুক্তি পাবে। এ ছবিতে শাকিব খানের বিপরীতে কাজ করেছেন তিনি। ববি ছবিটি নিয়ে বেশ আশাবাদী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নোলক’ ছবিতে আমি প্রধান চরিত্রে অভিনয় করেছি। আমার নায়ক হিসেবে দর্শকরা শাকিব খানকে দেখতে পাবেন। ছবির গল্পটি মৌলিক। এ ছবিটি দর্শকের জন্য চমক হিসেবে থাকবে বলে জানান ববি। প্রথমে রাশেদ রাহা একটু কাজ করলেও পরে তাকে ঘিরে নানা জটিলতার কারণে ছবিটি পরিচালনা করেছেন সাকিব সনেট। ‘নোলক’ ছবিতে শাকিব-ববি ছাড়াও আরো অভিনয় করেছেন ওমর সানী-মৌসুমী। ছবিটি প্রযোজনা করছে বি হ্যাপি এন্টারটেইনমেন্ট। এ ছবির বাইরে ‘বৃদ্ধাশ্রম’ নামেও একটি ছবিতে অভিনয় করেছেন ববি। এ ছবিতে তার বিপরীতে রয়েছেন সংগীতশিল্পী এসডি রুবেল। ২০১৫-২০১৬ সালের অনুদান পাওয়া এ ছবিটি পরিচালনা করেছেন স্বপন চৌধুরী। এটিও চলতি বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে। অন্যদিকে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘বেপরোয়া’ নামে একটি ছবিতেও কাজ করেছেন ববি। এ ছবিতে তার বিপরীতে রয়েছেন রোশান। ছবিটি বড় পরিসরে এখনো মুক্তি পায়নি। সামনে পাবে। এটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। এদিকে ববি তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ববস্টার ফিল্মস’ এর নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছেন। সেখানে তার অভিনীত ও প্রযোজিত ‘বিজলী’ ছবির গানগুলো প্রকাশ করেছেন তিনি। ববি বলেন, এরইমধ্যে এ ছবির কয়েকটি গান চ্যানেলটিতে প্রকাশের পর বেশ সাড়া পেয়েছি। ‘ববস্টার ফিল্মস’ এর ইউটিউব চ্যানেলে দর্শকরা বেশকিছু ভালো কনটেন্ট পাবেন। আলাপনের এক পর্যায়ে ববির কাছে জানতে চাওয়া, নতুন ছবি হাতে নেওয়ার আগে কোন কোন বিষয়গুলোকে তিনি গুরুত্ব দেন? জবাবে এই তারকা বলেন, প্রথমে আমি দেখি ছবির গল্পটা মৌলিক না কপি-পেস্ট ধরনের। মৌলিক গল্পের ছবিতে দর্শকরা ভিন্নতা খুঁজে পায়। তাই আমি মৌলিক গল্পকে পছন্দের তালিকায় এগিয়ে রাখি সব সময়। এরপর বাজেট, কো-আর্টিস্টসহ বাকি বিষয়গুলো নিয়ে ভাবি। সবকিছু মিলে একটা ভালো মৌলিক গল্পের ছবিতে ভিন্ন চরিত্রে দর্শকের সামনে হাজির হতে চাই। তাই বেছে বেছে ছবিতে কাজ করার চেষ্টা করি আমি। আর সব সময়ই কাজে ব্যস্ত থাকতে হবে এমন না। বেছে বেছে বড়পর্দার কিছু ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে চাই। এই তো।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর