× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

বাবা-মায়ের জমানো টাকা বিলোচ্ছে ছেলে!

অনলাইন

ডয়েচে ভ্যালে থেকে
(৫ বছর আগে) মার্চ ২৪, ২০১৯, রবিবার, ১০:৪০ পূর্বাহ্ন

জার্মানির হেসেন রাজ্যে ন'বছরের একটি বাচ্চা ছেলেকে বাড়ি বাড়ি গিয়ে টাকা বিলোতে দেখা গেছে৷ সে নাকি তার বাবা-মায়ের সঞ্চয়ের টাকা বিতরণ করছিল!
হেসেন রাজ্যের বাড ভিলবেল শহরের একটি বাচ্চার টাকা বিতরণ করার ঘটনা সামনে এসেছে৷ মাত্র ন'বছরের এই বাচ্চা ছেলেটি তার প্রতিবেশীদের বাড়ির দরজায় কড়া নাড়তো৷ দরজা খুললেই তাদের হাতে ধরিয়ে দিতো ৫০ ইউরোর (প্রায় ৪,৭৮০ টাকার সমান) নোট৷

প্রতিবেশীদের মধ্যে কেউ কেউ চুপচাপ সেই টাকা নিয়ে নেন৷ কেউ বদলে বাচ্চাটিকে টাকাও দেন৷

বাচ্চাটির এমন আচরণে অবশেষে এক প্রতিবেশীর সন্দেহ হলে পুলিশকে ফোন করেন তিনি৷ ফলে সামনে আসে এই আশ্চর্য ঘটনা৷

কী করতে চেয়েছিল সে?

পুলিশসূত্রে জানা গেছে, একটি ব্যাগে ছেলেটির বাবা-মায়ের সঞ্চয় করা মোট ২,৭০০ ইউরো মূল্যের অর্থ ছিল৷ পুলিশের হাতে ধরা পড়লে সে এই ব্যাগের হদিশ অস্বীকার করে৷
পরে তার বাবা-মা জানান যে এই টাকা তাদের জমানো অর্থ৷ তবে খুব বড় মূল্যের ক্ষতি হয়নি তাদের৷

ছেলেটি মাত্র ২৬০ ইউরোই বিতরণ করতে সক্ষম হয়েছিল বলে পুলিশ জানিয়েছে৷

কেন আচমকা সে এভাবে টাকা বিলোতে শুরু করলো, সেই বিষয়ে পুলিশ এখনও ধন্দে৷ ইতিমধ্যে প্রতিবেশীদের তারা অনুরোধ করেছেন ছেলেটির মা-বাবার কাছে তাদের টাকা ফিরিয়ে দিতে৷

কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও ফেরত পাওয়া যায়নি সেই টাকা৷
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর