× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

মানিকগঞ্জ সদর উপজেলা / ইভিএমেও সাড়া নেই ভোটারদের, আড়াই ঘন্টা বিকল

অনলাইন

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
(৫ বছর আগে) মার্চ ২৪, ২০১৯, রবিবার, ১১:৩৬ পূর্বাহ্ন

মানিকগঞ্জ সদর উপজেলায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চললেও ভোটারদের মধ্যে সাড়া নেই। সকাল থেকে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। এছাড়া  পৌর এলাকার মত্ত সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে শুরু থেকেই  ইভিএম বিকল হয়ে পড়ায় প্রায় আড়াই ঘন্টা বন্ধ ছিল ভোট গ্রহন।

সরজমিন সকাল সাড়ে ১০টায় পৌর এলাকার মত্ত সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোটার উপস্থিতি নেই বললেই চলে। এই কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট শুরু হওয়ার কথা থাকলেও ইভিএম বিকল হয়ে পড়ায় ভোট গ্রহণ বন্ধ থাকে। প্রায় আড়াই ঘন্টা পর বিকল হয়ে পড়া ইভিএম মেরামত করা হলে সকাল সাড়ে ১০টার দিকে ভোট গ্রহণ শুরু হয়।

পৌনে ১১টা পর্যন্ত ওই ভোট কেন্দ্রের ১নং বুথে ৩৯৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছে মাত্র ৫ জন। এছাড়া ২নং বুথে ১৯ জন, ৩নং বুথে ১১ জন ও ৪ নং বুথে ৭ জন ভোটার ভোট গ্রয়োগ করেন।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবু বক্কর সিদ্দিকি জানান, সকাল ৮টায় ভোট শুরু হওয়ার কথা থাকলেও ইভিএমে ক্রটি থাকায় মত্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহন করা সম্ভব হয়নি। সকাল ১০ টা ২০ মিটিটে ইভিএম ক্রটিমুক্ত হলে ভোট গ্রহণ শুরু করা হয়েছে। এই কেন্দ্রে মোট ভোটার ১৫৭৮ জন।

এদিকে মানিকগঞ্জ সদর উপজেলায় ১০২টি ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে  ভোট গ্রহন চলছে। এই উপজেলায় ২ লাখ ৪৩ হাজার ৯৫৭ ভোটার তাদের ভোট প্রয়োগ করার কথা থকালেও সকাল থেকে বেশীর ভাগ ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল খুবই কম।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর