× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা রণবীর-আলিয়া

বিনোদন

বিনোদন ডেস্ক
২৫ মার্চ ২০১৯, সোমবার

৬৪তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা নায়কের পুরস্কার জিতেছেন রণবীর কাপুর। ‘সঞ্জু’ ছবির জন্য এ পুরস্কার জিতেছেন তিনি। আর ‘রাজি’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা নায়িকার পুরস্কার জিতেছেন আলিয়া ভাট। এদিকে এ বছর সমালোচকের দৃষ্টিতে সেরা অভিনেতা হয়েছেন রণবীর সিং (পদ্মাবত) ও আয়ুষ্মান খুরানা (আন্ধাধুন) এবং সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন নীনা গুপ্তা (বাধাই হো)। এর বাইরে  অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে সেরা পরিচালক মেঘনা গুলজার (রাজি), সেরা জনপ্রিয় ছবি (রাজি), সমালোচকের দৃষ্টিতে সেরা ছবি (আন্ধাধুন), সেরা সহঅভিনেতা ভিকি কৌশল (সঞ্জু) ও গজরাজ রাও (বাধাই হো), সেরা সহঅভিনেত্রী সুরেখা সিক্রি (বাধাই হো), সেরা নতুন অভিনেত্রী সারা আলী খান (কেদারনাথ), সেরা নতুন অভিনেত্রী ঈশান খাত্তার (বিয়য়েন্ড দ্য ক্লাউডস), সেরা কস্টিউম ডিজাইনার শীতল শর্মা (মান্টো), সেরা গায়ক অরিজিত সিং (এ ওয়াতান), সেরা গায়িকা শ্রেয়া ঘোষাল (ঘুমর), সেরা গীতিকার গুলজার (এ ওয়াতান), সেরা সংগীত সঞ্জয় লীলা বানশালি (পদ্মাবত), সেরা নবাগত পরিচালক অমর কৌশিক (স্ত্রী), সেরা মৌলিক গল্প অনুভব সিনহা (মুল্ক) এবং সেরা অ্যাকশন বিক্রয় দাহিয়া ও সুনীল রদ্রিগুয়েজ (মুক্কাবাজ)।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর