× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

সুইডেন-সুইজারল্যান্ডের জয়

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৫ মার্চ ২০১৯, সোমবার

‘এফ’ গ্রুপে সেরা দল হওয়ার পথে স্পেনের জন্য বাধা হয়ে দাঁড়াবে সুইডেন। রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্টরাও গতকাল জয় দিয়ে শুরু করলো ইউরো বাছাই। ঘরের মাঠে রোমানিয়াকে ২-১ গোলে হারায় সুইডেন। দলের হয়ে গোল দুটি করেন রবিন কোয়াইসন ও ভিক্টর ক্ল্যাসন। ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জর্জিয়াকে ২-০ গোলে উড়িয়ে দেয় গ্রানিত শাকা-জর্দান শাকিরির সুইজারল্যান্ড। তবে শাকা-শাকিরির কেউই জালের দিশা পাননি। সুইসদের হয়ে গোল দুটি করেন স্টিভেন জুবের ও দেনিস জাকারিয়া।
‘ডি’ গ্রুপের ম্যাচে পুঁচকে দল অপেশাদার ফুটবলারদের নিয়ে গড়া জিব্রাল্টারের বিপক্ষে ঘাম ঝরিয়ে জয় পায় আয়ারল্যান্ড।
আইরিশরা ম্যাচের জয় সূচক একমাত্র গোলটি পায় ম্যাচের ৫০তম মিনিটে। ২০১৬’র ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের দুই ম্যাচে জিব্রাল্টারের বিপক্ষে আয়ারল্যান্ডের ফল ছিল ১১-০। ওই দুই ম্যাচে একাই পাঁচ গোল করেন গ্রেট আইরিশ স্ট্রাইকার রবি কিন। এবার আয়ারল্যান্ড দলের সহকারী কোচের দায়িত্ব সামলাচ্ছেন তিনি।

ম্যাচের ফল
ইতালি ২-০ ফিনল্যাল্ড
স্পেন ২-১ নরওয়ে
সুইডেন ২-১ রুমানিয়া
জর্জিয়া ০-২ সুইজারল্যান্ড
জিব্রাল্টার ০-১ আয়ারল্যান্ড
লিখটেনস্টেইন ০-২ গ্রিস
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর