× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ভোটার ৮৫ জন মনোনয়নপত্র বিক্রি ১২৩টি

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৫ মার্চ ২০১৯, সোমবার

বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) আসন্ন নির্বাচনে ৮৫ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবে নির্বাহী কমিটি। ২৮ পদের নির্বাহী কমিটির জন্য গতকাল প্রথম দিনই বিক্রি হয়েছে ১২৩টি মনোনয়নপত্র। এর মধ্যে ৬৯টি মনোনয়নপত্র ২০০০ টাকা করে বিক্রি করে নির্বাচন কমিশন। বাকি ৫৪টি দেয়া হয় বিনামূল্যে। ২০১৭ সালে মাঝপথে বাতিল হওয়া নির্বাচনে যারা মনোনয়নপত্র কিনেছিলেন তারা ‘ফ্রি’-তে নেয়ার সুযোগ পান। আজ বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন বিতরণ করা হবে। বাহফে নির্বাচনে এবার দুটি পক্ষ লড়ছে। বর্তমান অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সাদেক রয়েছেন এক পক্ষের নেতৃত্বে।
জাতীয় ক্রীড়া পরিষদ থেকে কাউন্সিলর নির্বাচিত হন তিনি। আব্দুস সাদেককে সাধারণ সম্পাদক করে নির্বাচনে নেমেছে আবাহনী ও তাদের সমমনা গ্রুপ। মোহামেডান, ঊষা ও মেরিনার্সের সমর্থনে অন্যপক্ষের নেতৃত্বে মোহামেডানের কাউন্সিলর মমিনুল হক সাঈদ। গতকাল আব্দুস সাদেকের গ্রুপ ৪৩টি ও মমিনুল হক সাঈদের গ্রুপ ৭৯টি মনোনয়নপত্র সংগ্রহ করে। তাদের পক্ষে সমর্থকেরা জাতীয় ক্রীড়া পরিষদে গিয়ে ফরম  তোলেন। পাঁচ সহসভাপতি, এক সাধারণ সম্পাদক, দুই যুগ্ম সম্পাদক, এক কোষাধ্যক্ষ এবং ১৯ সদস্য, মোট ২৮ পদের জন্য হবে বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচন। মনোনয়ন জমা দিতে হবে ৩১শে মার্চ। বাছাই, আপিল, শুনানি ও প্রত্যাহার পর্ব পার করে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ৪ঠা এপ্রিল। চারদিন পর অনুষ্ঠিত হবে হকির বহুল কাঙ্ক্ষিত নির্বাচন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর