× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

‘সাকিবের সঙ্গে খেলাটা সৌভাগ্যের’

খেলা

স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০১৯, সোমবার

সাকিব আল হাসানের সঙ্গে খেলতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেন বাংলাদেশ ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। গতকাল বন্ধু সাকিবকে ৩২তম জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে টুইটারে মুশফিক লেখেন, ‘শুভ জন্মদিন চ্যাম্প! তোর সঙ্গে একই দলে খেলতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।’
বাংলাদেশ ক্রিকেট দলের পঞ্চপাণ্ডবের এক পাণ্ডব সাকিব আল হাসান গতকাল পা রাখেন জীবনের ৩২তম বসন্তে। কিন্তু পরিবার পরিজন ও সতীর্থদের সঙ্গে জন্মদিনটা পালন করতে পারেননি সাকিব। আইপিএল খেলতে তিনি এখন ভারতে। বিশেষ দিনে সাকিবকে পাশে না পেলেও ঠিকই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান তার সতীর্থরা। মুশফিকুর রহীম ছাড়াও সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানান বাংলাদেশ ক্রিকেট দলের আরো অনেকে। ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান লেখেন, ‘আপনি বাংলাদেশ ক্রিকেটের জন্য আইকন।
সত্যিকারের চ্যাম্পিয়ন ক্রিকেটার। আপনাকে দলে পেয়েছি, আমরা ভাগ্যবান। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। সবসময় ভালো থাকুন।’
অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ তার ফেসবুক পেজে লেখেন, ‘জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা সাকিব আল হাসান ভাই। দোয়া করি, আপনার জীবনের প্রতিটি দিন আশা, ভালোবাসা, আনন্দ-উচ্ছ্বাসে ভরে উঠুক।’
ওপেনার এনামুল হক বিজয় টুইট করেন, ‘শুভ জন্মদিন বাংলাদেশের ক্রিকেটের আইকন। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। সব সময় ভালো থাকুন সাকিব ভাই।’
সাকিবের জন্মদিনে  হায়দরাবাদের শুভেচ্ছাবার্তা
২৪শে মার্চ সাকিব আল হাসানের জন্মদিন। বাংলাদেশি  বিশ্বসেরা অলরাউন্ডারের ৩২তম জন্মদিনে গতকাল অন্যরকমের শুভেচ্ছা জানায় আইপিএলে তার দল সানরাইজার্স হায়দরাবাদ। ইডেন গার্ডেন্স মাঠে গতকাল আসরে নিজেদের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামে সাকিবের সানরাইজার্স। আর ম্যাচের আগে  সানরাইজার্স হায়দরাবাদের টুইটার পেজে শুভেচ্ছা বার্তায় বলা হয়,  ‘সাকিবকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। দিবসটা উদযাপন করার জন্য অসাধারণ দিন আজ। আপনারা জানেন সাকিবের জন্য সেরা উপহারটা কি হতে পারে?’ সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ইউসুফ পাঠানও। ভারতীয় এ ব্যাটসম্যান টুইটার বার্তায় বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটের উন্নতির জন্য যার অবদান সবচেয়ে বেশি। সেই সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা। আশা করি হায়দরাবাদের জার্সিতে অনেক সুখস্মৃতির সাক্ষী হবো!’ এখন পর্যন্ত আইপিএলে ৬০ ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট হাতে সাকিবের সংগ্রহ  ৭৩৭ রান। আর বল হাতে  শিকার  ৫৮ উইকেট।
হারে শুরু সাকিবের আইপিএল
সিদ্ধার্থ কাউলের করা ১৮তম ওভারে ১৯ রান তুলে নিলেন আন্দ্রে রাসেল। ১২ বলে কলকাতা নাইট রাইডার্সের দরকার ৩৪ রান। ১৯তম ওভারে ভুবনেশ্বর কুমারকেও  বেধড়ক পেটালেন রাসেল। ওই ওভার থেকে নিলেন ২১ রান। ভুবনেশ্বরের ওভারটাই যেন শেষ করে দিলো সানরাইজার্স হায়দরাবাদের জয়ের স্বপ্ন। শেষ ওভারে বল করতে আসা সাকিব আল হাসান পারলেন না ১৩ রান ডিফেন্ড করতে। সাকিবের চার বলে দুই ছক্কা হাঁকিয়ে কলকাতাকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন শুবমান গিল। গতকাল আইপিএলের দ্বাদশ আসরে সাকিবের শুরু হলো হার দিয়ে। ইডেন গার্ডেন্সে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৮১ রান সংগ্রহ করে হায়দরাবাদ। জবাবে ২ বল ও ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা। মাত্র ১৯ বলে সমান চারটি চার-ছক্কায় ৪৯ রানে অপরাজিত থাকেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ১০ বলে ১৮ রান করেন শুবমান গিল। ৪৭ বলে সর্বোচ্চ ৬৮ রান আসে নিতিশ রানার ব্যাট থেকে। ২৭ বলে ৩৫ রান করে আউট হন রবিন উথাপ্পা। ৩.৪ ওভার বোলিং করে ৪২ রান দিয়ে একটি উইকেট পান সাকিব।

ঘরের মাঠে টস জিতে হায়দরাবাদকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় কলকাতা। গত আসরের রানার্সআপ হায়দরাবাদের হয়ে ব্যাট হাতে নামেন ডেভিড ওয়ার্নার-জনি বেয়ারস্টো। ১১৮ রানের ওপেনিং জুটি গড়েন তারা। ৩৫ বলে ৩৯ রানে পিযুষ চাওলার বলে বোল্ড হন বেয়ারস্টো। ৩২ বলে ওয়ার্নার তুলে নেন আইপিএল ক্যারিয়ারের ৩৭তম ফিফটি। বিপিএলের ষষ্ঠ আসরে সাত ম্যাচে তিনটি ফিফটি করেছিলেন ওয়ার্নার। যেভাবে ব্যাট চালাচ্ছিলেন, মনে হচ্ছিল সেঞ্চুরি তুলেই থামবেন। কিন্তু ইনিংসের ১৬তম ওভারের শেষ বলে আন্দ্রে রাসেলের বলে আউট হয়ে যান অজি তারকা। ৫৩ বলে নয়টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারিতে ৮৫ রান করেন তিনি। এরপর দ্রুতই ফেরেন ইউসুফ পাঠান (১)। তবে শেষের দিকে বিজয় শঙ্করের ২৪ বলে ৪০ রানের ঝড়ো ইনিংসে ৩ উইকেটে ১৮১ রান সংগ্রহ করে হায়দরাবাদ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর