× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বার্ষিক সভা / সভাপতি আলিম সহ-সভাপতি সুমন

বাংলারজমিন

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
২৫ মার্চ ২০১৯, সোমবার

‘ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২’র ৩য় বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুরে ঢাকার নবাবগঞ্জের পানালিয়া এলাকার সমিতির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি গাজী জাকির হোসেন সভায় সভাপতিত্ব করেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অব.)-এর অনুপস্থিতিতে সভায় তার বাণী পাঠ করে শোনান উপ-পরিচালক মো. ওয়াহিদুল্লাহ।
পর্যায়ক্রমে সমিতি পরিচালনা বোর্ড সভাপতি গাজী জাকির হোসেন, সহ-সভাপতি মো. খালিদ হোসেন মৃধা সুমন ও ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার অসীম কুমার দাশ সভায় তাদের স্ব-স্ব প্রতিবেদন পাঠ করে শোনান।
সমিতি পরিচালনা বোর্ডের কোষাধ্যক্ষ অ্যাড. মো. আমির হোসেন তার প্রতিবেদনে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ২০১৭-২০১৮ অর্থবছরের বাৎসরিক আয়-ব্যয়ের বিবরণী চিত্র তুলে ধরেন। ২০১৮-২০১৯ অর্থবছরে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর চার সদস্যের এলাকা পরিচালক নির্বাচনী ফলাফল ঘোষণা করেন এজিএম (এমএস) মো. মনিরুল ইসলাম। অনুষ্ঠানে গ্রাহকদের কাছ থেকে কোনো প্রশ্ন না আসায় প্রশ্ন-উত্তর পর্ব হয়নি। লাকী কুপনের মাধ্যমে ২০ জন, এনার্জিপ্যাক ও বিআরবি ক্যাবল-এর সৌজন্যে আরো ১৬ জন ভাগ্যবান গ্রাহক সদস্যকে পুরস্কৃত করা হয়।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর