× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

আইএফএম’র ওয়ার্কশপে যোগ দিতে আব্দুশ শহীদ এমপির ভারত যাত্রা

বাংলারজমিন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
২৫ মার্চ ২০১৯, সোমবার

আগামী ২৫-২৬শে মার্চ আইএফএম সাউথ এশিয়া রিজিওন্যাল ট্রেনিং এন্ড টেকনিক্যাল  এ্যাসোসিয়েশন সেন্টার (ঝঅজঞঞঅঈ) এর আয়োজনে আইএফএম পার্লামেন্টারি ওয়ার্কশপ ভারতের রাজধানী নয়া দিল্লিতে অনুষ্ঠিত হবে।  জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন এর নেতৃত্বে ৯ সদস্যের এক সংসদীয় প্রতিনিধি দলের সাথে শ্রীমঙ্গল কমলগঞ্জ আসনের সংসদ সদস্য আব্দুস শহীদ এমপি পার্লামেন্টারী ওয়ার্কশপে যোগ দিতে ভারত সফর করবেন। ২৪শে মার্চ জাতীয় সংসদের সহকারী সচিব মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। অন্যান্যর মধ্যে রুস্তম আলী ফারাজী এমপি, বেগম সাগুপ্তা ইয়াসমিন এমপি, আনোয়ারুল আবেদীন খাঁন এমপি, আহসানুল ইসলাম টিটু এমপি, জাতীয় সংসদেও অতিরিক্ত সচিব-১ (আইপিএ) আ.ই.ম. গোলাম কিবরিয়া, পরিচালক (গণসংওযাগ-১) মো. তারিক মাহমুদ, ডেপুটি সার্জেন্ট- এ্যাট আর্মস সাইয়ীদ মোহাম্মদ ওবায়দুল্লাহ সংসদীয় দলে যোগ দেবেন। স্পিকার শিরীন শারমিনের নেতৃত্বে সংসদীয় দলটি আগামীকাল ২৫শে মার্চ বাংলাদেশ বিমানযোগে দিল্লির পথে ঢাকা ছেড়ে যাবার কথা রয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর