× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

স্কুল ছাত্রীদের উত্যক্ত, বখাটেদের বাধা দেয়ায় ব্যবসায়িকে মারধর

অনলাইন

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
(৫ বছর আগে) মার্চ ২৫, ২০১৯, সোমবার, ৬:৩৫ পূর্বাহ্ন

মুন্সিগঞ্জের সিরাজদিখানে স্কুল ছাত্রীদের উত্যক্তের প্রতিবাদ করায় এক ব্যবসায়ীকে মারধর করেছে মাদক সেবনকারী স্থানীয় বখাটেরা। আজ সোমবার সকাল ৯ টায় উপজেলার খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয়ের ৮ম ও ৭ম শ্রেণীর ৪ ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে বসু মার্কেট নামক স্থানে বখাটেরা ছাত্রীদের শারীরিক ভাবে লাঞ্চিত ও উত্যক্ত করে। ছাত্রীদের লাঞ্চিতকারী এলাকার নেশাখোর বখাটে মো. কাদির (২৬) ও জুয়েলকে (২০) বাধা দেয় মো. আলী হোসেন (২৫) নামক এক ব্যবসায়ী। বখাটেরা ব্যাবসায়ীকে মারধর করে আহত করে। এ বিষয়ে ঐ ব্যবসায়ী সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ সময় দুই ছাত্রীর বাবাও থানায় উপস্থিত ছিলেন।

জানা যায়, দীর্ঘদিন যাবত বসুমার্কেট সংলগ্ন খাশমহল বালুচর গ্রামের মৃত হানিফের ২ ছেলে নেশাখোর, বখাটে মো. কাদির (২৬) ও জুয়েল (২০) খাশমহল বালুচর উচ্চ বিদ্যালয়ের ৪ ছাত্রীকে স্কুলে যাতায়েতের সময় উত্যক্ত করে আসছিল। শীর্ষ স্থানীয়দের এ বিষয়ে জানিয়েও কোন লাভ হয়নি। গত ৩ মাস আগে জুয়েল মাদকসহ পুলিশের হাতে আটক হলে ৩ মাস হাজত খেটে জামিনে এসে আবারও আপন ২ ভাই মিলে এলাকায় বিভিন্ন অপকর্ম শুরু করে।

স্থানীয় মো. আক্তর হোসেন অভিযোগ করে বলে, আমরা নেশাখোর বখাটে ২ ভাইকে অনেক বার সাবধান করেছি তারা কাউকেই মানে না। মাদকের সাথে জড়িত এবং স্কুলের শুরু ও ছুটির সময় ছাত্রীদের উত্যক্ত করছে প্রতিদিন। আমরা তার উচিৎ বিচার চাই।

ভোক্তভুগী আলী হোসেন জানান, ছাত্রীদের উত্যক্তের প্রতিবাদ করলে বখাটেরা আমাকে গাড়ী থেকে নামিয়ে মারধর করে। প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।  
সিরাজদিখান থানার ওসি মো. ফরিদ উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি। পুলিশ পাঠিয়েছি তারা পালিয়ে গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর