× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ওয়েলসের জয়, ক্রোয়েশিয়ার হার

খেলা

স্পোর্টস ডেস্ক
২৬ মার্চ ২০১৯, মঙ্গলবার

ইউরো বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে কোনো রকমে জয় নিয়ে হাঁফ ছেড়েছিল ক্রোয়াটরা। কিন্তু দ্বিতীয় ম্যাচে আর রক্ষা হয়নি। রোববার ‘ই’ গ্রুপের ম্যাচে ফিফা র‌্যাঙ্কিংয়ের ৫২তম স্থানের দল হাঙ্গেরির কাছে ২-১ গোলে হার দেখে ২০১৮ বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া র‌্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে রয়েছে। রোবরার রাতে বুদাপেস্টের গ্রুপামা অ্যারিনায় ম্যাচের ১৩তম মিনিটে আন্তে রেবিচের গোলে  এগিয়ে যায় র‌্যাঙ্কিংয়ের চতুর্থ শীর্ষ দল ক্রোয়েশিয়া। ৩৪তম মিনিটে অ্যাডাম সজালাইয়ের গোলে সমতায় ফেরে হাঙ্গেরি। আর ম্যাচের ৭৬তম মিনিটে হাঙ্গেরির জয়সূচক গোলটি করেন ম্যাট পেতকাই। হাঙ্গেরির জার্সিতে পেতকাইয়ের এটি প্রথম গোল।
‘ই’ গ্রুপের অপর ম্যাচে স্লোভাকিয়াকে ১-০ গোলে হারিয়েছে তারকা ফুটবলার গ্যারেথ বেলের ওয়েলস। দুই ম্যাচের এক জয় এক হারে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ক্রোয়েশিয়া। দুই ম্যাচ খেলে সমান ৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে তালিকায় সবার উপরে স্লোভাকিয়া। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে হাঙ্গেরিকে ২-০ গোলে হারায় স্লোভাকিয়া। তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছে ওয়েলস ও হাঙ্গেরি।
রোববার কার্ডিফে নিজেদের মাঠে স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচের পঞ্চম মিনিটে গোল আদায় করেন প্রতিযোগিতামূলক ফুটবলে ওয়েলসের অভিষিক্ত তারকা ড্যানিয়েল জেমস। প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেকে ওয়েলসের এটি দ্বিতীয় দ্রুততম গোলের ঘটনা। এমন শীর্ষ রেকর্ডে ২০০৭ সালে সান মারিনোর বিপক্ষে ম্যাচের মাত্র তৃতীয় মিনিটে গোল পান রায়ান গিগস। কার্ডিফে স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচে গোলবারে ৬টি শট নেন ওয়েলশ ফরোয়ার্ড গ্যারেথ বেল। ঘরের মাঠে এতো শট নিয়েও তাকে গোলহীন থাকতে দেখা যায়নি গত পাঁচ বছরে। সবশেষ ২০১৪ সালে সাইপ্রাসের বিপক্ষে ১০ শট নিয়েও গোলবঞ্চিত ছিলেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

ম্যাচের ফল
হাঙ্গেরি ২-১ ক্রোয়েশিয়া
ওয়েলস ১-০ স্লোভাকিয়া
কাজাখস্তান ০-৪ রাশিয়া
সাইপ্রাস ০-২ বেলজিয়াম
ওয়েলস ১-০ স্লোভাকিয়া
পোল্যান্ড ২-০ লাটভিয়া
ইসরাইল ৪-২ অস্ট্রিয়া
 নেদারল্যান্ডস ২-৩ জার্মানি
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর