× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ৪ মে ২০২৪, শনিবার , ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ শওয়াল ১৪৪৫ হিঃ

নবীগঞ্জে দুই শিক্ষার্থীর বৃত্তি লাভ

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে
২৬ মার্চ ২০১৯, মঙ্গলবার

নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের বাংলাবাজার জাঙ্গাল পাড়ায় অবস্থিত সোনার বাংলা মডেল হাইস্কুল এর প্রাথমিক শাখা থেকে দুই কৃতী শিক্ষার্থী প্রাথমিক গ্রেডে বৃত্তি লাভ করেছে। ২০১৮ সালে অনুষ্ঠিতব্য প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে এনাতাবাদ গ্রামের প্রাইমারি শিক্ষক আজাদুর রহমানের মেয়ে নুসরাত জাহান (রোল নং ৩০১২) এবং কোম্পানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমীর হোসেনের পুত্র রামিম হোসেন (রোল নং ৩০০২) প্রাথমিক গ্রেডে বৃত্তি লাভ করে। ২০০৪ সালে প্রতিষ্ঠিত অত্র বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে শতভাগ সফলতাসহ পিইসি এবং জেএসসি পরীক্ষায় প্রায় নিয়মিত বৃত্তি পেয়ে আসছে। নিজস্ব ক্যাম্পাসে বর্তমানে অত্র প্রতিষ্ঠানে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান অব্যাহত রয়েছে। এবারের প্রাথমিক সমাপনী পরীক্ষায় ১৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সকলেই কৃতকার্য হয়। ধারাবাহিক সফলতা অব্যাহত রাখায় সোনার বাংলা মডেল হাইস্কুলে কর্মরত শিক্ষক এবং শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক সাংবাদিক এম এ বাছিত। এ ছাড়াও প্রাতিষ্ঠানিক উন্নয়নে এলাকার সুশীল সমাজ ও সচেতন মহলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর