× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

রোহিঙ্গাদের ইচ্ছার বিরুদ্ধে তাদের ভাষানচরে স্থানান্তর করা যাবে না -জাতিসংঘ

দেশ বিদেশ

মানবজমিন ডেস্ক
২৬ মার্চ ২০১৯, মঙ্গলবার

রোহিঙ্গাদের নোয়াখালীর ভাষানচরে সরিয়ে নেয়ার প্রক্রিয়াকে সমর্থন জানিয়েছে জাতিসংঘ। তবে একইসঙ্গে সেখানে যেতে রোহিঙ্গারা আদৌ ইচ্ছুক কিনা সে বিষয়ে সপষ্টতা নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে সংস্থাটি। ইতিমধ্যে বাংলাদেশ সরকার জানিয়েছে যে, রোহিঙ্গাদেরকে কক্সবাজার আশ্রয়কেন্দ্র থেকে সরিয়ে নেয়ার পরিকল্পনা হাতে  নেয়া হয়েছে। এর কারণ হিসেবে বলা হয়েছে কক্সবাজার রোহিঙ্গা শিবিরে অতিরিক্ত মানুষ বাস করতে বাধ্য হচ্ছে। ফলে সেখানে ঝুঁকিপূর্ণ পরিবেশের সৃষ্টি হচ্ছে। তাই তাদেরকে ভাষানচরে স্থানান্তরের মাধ্যমে এ সমস্যার সমাধান করা হবে।

বাংলাদেশে বর্তমানে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। তাদের বেশির ভাগই ২০১৭ সালের আগস্ট মাসের পর বাংলাদেশে এসেছে। তাদেরকে কক্সবাজার থেকে ভাষানচরে সরিয়ে নেয়া প্রসঙ্গে জাতিসংঘ জানায়, রোহিঙ্গারা স্বেচ্ছায় সেখানে যেতে চায় কিনা, সেখানকার জীবন ব্যবস্থা কেমন এবং তাদের মৌলিক অধিকার ও সেবা নিশ্চিত করা হবে কিনা- তার নিশ্চয়তা চাই আমরা।
সোমবার এ নিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে সংস্থাটি। একইসঙ্গে তারা ভাষানচরে প্রবেশাধিকারের বিষয়েও সরকারের কাছ থেকে যথাযথ আশ্বাস কামনা করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ এই প্রক্রিয়ায় বাংলাদেশকে গঠনমূলকভাবে সহায়তা করতে আগ্রহী। বাংলাদেশকে অবশ্যই রোহিঙ্গাদের স্থানান্তরকে সহযোগিতামূলক প্রক্রিয়ায় সমপন্ন করতে হবে বলে জানায় জাতিসংঘ। একইসঙ্গে বাংলাদেশ সরকারের এ প্রক্রিয়ার বিষয়ে রোহিঙ্গাদের সপষ্টভাবে তথ্য দিতে হবে যাতে তারা সব জেনে বুঝে সিদ্ধান্ত নিতে পারে যে, তারা ভাষানচরে যেতে ইচ্ছুক কিনা। যারা যেতে ইচ্ছুক নয় তাদেরকে ভাষানচরে নেয়া যাবে না বলেও জানায় জাতিসংঘ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর