× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

সংলাপে বক্তারা / সম্প্রীতি ঠিক থাকলে জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারবে না

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
২৬ মার্চ ২০১৯, মঙ্গলবার

সহিংস উগ্রবাদ বর্তমান বিশ্বের এক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে মোকাবিলা করতে চাই সম্প্রীতি। চাই পারিবারিক শিক্ষা। বাংলাদেশের সাধারণ মানুষ জঙ্গিবাদকে রুখে দিয়েছে পূর্বেও। এখনো প্রতিরোধে আছে সচেষ্ট। ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজিত সহিংস উগ্রবাদ বিরোধী নাগরিক সংলাপে বক্তারা এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে নিউজিল্যান্ডের মসজিদে হামলায় নিহত ৫০ জন ও সেইসঙ্গে সেখানে নিহত বাংলাদেশি ৫ জনের প্রতি শ্রদ্ধা জানাতে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল ‘তারুণ্য রুখবে সহিংসতা উগ্রবাদ’।
প্রতিপাদ্যটি উপস্থাপন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি খন্দকার লুৎফুল কবির, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, সেন্ট যোসেফ উচ্চ বিদ্যালয়ের উপাধ্যক্ষ ব্রাদার চন্দন বেনেডিক্ট গমেজ, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার প্রিন্সিপাল ড. মুহাম্মদ আবু ইউসুফ, রামকৃষ্ণ মিশনের সহকারী সম্পাদক স্বামী গুরুসেবানন্দ প্রমুখ।
ডিআইজি লুৎফুল কবির তার বক্তব্যে বলেন, বাঙালি সত্তাকে সব সময় সজাগ থাকতে হবে, উগ্রবাদের বিরুদ্ধে। দায় এড়িয়ে বাঙালি কোনো দিনই চলেনি। জঙ্গিবাদ আমাদের একটি পরিচিত অবয়ব হলেও এর সূচনা আমাদের দেশে নয়। তবে এর সূচনা আমাদের দেশের না হলেও প্রভাব মোকাবিলা করতে হয়েছে। আর আমাদের দেশের জনগণ বরাবরই জঙ্গিবাদের বিরুদ্ধে। তিনি আরো বলেন, জঙ্গিবাদ রুখতে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর যতোটা ভূমিকা রয়েছে তার থেকে অনেক বেশি ভূমিকা সাধারণ জনগণের।
প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম উগ্রবাদ দূর করতে পারিবারিক শিক্ষার গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, উগ্রবাদ দূর করতে প্রয়োজন প্রাতিষ্ঠানিক, সামাজিক ও রাষ্ট্রীয় উগ্রবাদবিরোধী শিক্ষা। সব থেকে বেশি প্রয়োজন পারিবারিক শিক্ষা। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় বলেন, ধর্ম নিয়ে রাজনীতি চলছে বিশ্বজুড়ে। এর কারণেই ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ বিভ্রান্ত হচ্ছে। আর উগ্রবাদে জড়িয়ে পড়ছে। তাই সকলের ধর্ম সম্বন্ধে সঠিক জ্ঞান রাখা জরুরি। রামকৃষ্ণ মিশনের সহকারী সম্পাদক স্বামী সেবানন্দ উগ্রবাদকে একটি রোগ বলে আখ্যা দেন। তিনি বলেন, সব ধর্মই সত্য। প্রতিটি ধর্মের লোকদের সম্মান করতে হবে। আর তা না হলে উগ্রবাদে জড়িয়ে যাবে। ড. মুহাম্মদ আবু ইউসুফ বলেন, নিউজিল্যান্ড একটি সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপনকারী দেশ। সেখানে মুসলমানদের ওপর হামলা হলো। কারণ হামলাকারীর নৈতিক শিক্ষার অভাব ছিল। ঠিক তেমনি আমাদের দেশে নৈতিক শিক্ষার অভাবে ঘটছে নানা অপকর্ম।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর