× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

সেনা ও নৌবাহিনীতে অনারারি কমিশন প্রদান

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
২৬ মার্চ ২০১৯, মঙ্গলবার

২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ জন অনারারি লেফটেন্যান্টকে অনারারি ক্যাপ্টেন পদে এবং ২২ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারি লেফটেন্যান্ট পদে অনারারি কমিশন প্রদান করা হয়েছে। এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর ১০ জন মাস্টার চিফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারি সাব-লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল এ তথ্য জানিয়েছে।
সেনাবাহিনী: সেনাবাহিনীর ১৪ জন অনারারি লেফটেন্যান্ট থেকে অনারারি ক্যাপ্টেন পদে পদোন্নতি পাওয়াদের মধ্যে রয়েছেন- অনারারি লেফটেন্যান্ট (গানার) মো. ফেরদৌস মিয়া, আর্টিলারি, অনারারি লেফটেন্যান্ট (গানার) মো. আসাদুল হক, আর্টিলারি; অনারারী লেফটেন্যান্ট (কার্পেন্টার) মো. আলমগীর হোসেন মোল্যা, ইঞ্জিনিয়ার্স; অনারারী লেফটেন্যান্ট (ওয়াইঅবএস) মো: এমদাদুল হক, সিগন্যালস; অনারারী লেফটেন্যান্ট (ক্রিপ্টো) মো. আককাছ আলী, সিগন্যালস; অনারারি লেফটেন্যান্ট (জিডি) মো. রফিকুল ইসলাম, ই বেঙ্গল; অনারারি লেফটেন্যান্ট (করণিক) মো. কাউছারুল আলম, ই বেঙ্গল; অনারারি লেফটেন্যান্ট (জিডি) মো: আছাদুজ্জামান, বীর; অনারারি লেফটেন্যান্ট (জিডি) মো. জাকির হোসেন ভূঁইয়া, বীর; অনারারি লেফটেন্যান্ট (জিডি) এইচএম নূরুল ইসলাম, বীর; অনারারি লেফটেন্যান্ট (করণিক) মো. ইউনুচ আলী, এএসসি; অনারারি লেফটেন্যান্ট (এএগান) মো. রমিজ উদ্দিন, ইএমই; অনারারি লেফটেন্যান্ট (শিক্ষা জেসিও) মো. আনছার আলী, এইসি; অনারারি লেফটেন্যান্ট (ল্যাব. টেক.) মো. সামছুল আলম খান, এএমসি। এছাড়া সেনাবাহিনীর ২২ (বাইশ) জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার থেকে অনারারি লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হচ্ছেন- মাস্টার ওয়ারেন্ট অফিসার (ওসিইউ) মো. শাহ জালাল, আর্টিলারি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (ডিএমটি) মো.  আশরাফুল আলম, আর্টিলারি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (গানার) মো. আবদুল করিম, আর্টিলারি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (সার্ভেয়ার) মো. আঃ রাজ্জাক, ইঞ্জিনিয়ার্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এসএমটি) মো. আক্কাছ আলী, ইঞ্জিনিয়ার্স, মাস্টার ওয়ারেন্ট অফিসার (ওবিএম) মো. আইয়ুব আলী, ইঞ্জিনিয়ার্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার (ওয়াইঅবএস) শেখ আবদুল মান্নান, সিগন্যালস; মাস্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মোল্লা আবু জাফর,  ই বেঙ্গল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. মোস্তফা কামাল, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মো. আইয়ুব আলী, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. মোজাহার আলী, ইএমই; মাস্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মো. জাহাঙ্গীর আলম, ইএমই; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এএভেহি:) মো. মনিরুজ্জামান মল্লিক, ইএমই; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এএভেহি:) মো. জাহাঙ্গীর আলম, ইএমই; মাস্টার ওয়ারেন্ট অফিসার (শিক্ষা জেসিও) মো. নজরুল ইসলাম, এইসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মো. আসলাম উদ্দীন, এসিসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (স্টেনো) এসএম হুমায়ুন কবির, এসিসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (করণিক), মো. মতিউর রহমান, এসিসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মো. আবদুস ছালাম, এসিসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (করণিক)  মো. আবদুল আউয়াল, এসিসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (স্টেনো) মো. সাইফুর রহমান, এসিসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (ডিটি) মো. আলতাফ হোসেন প্রধান, এডিসি।
নৌবাহিনী: এদিকে বাংলাদেশ নৌবাহিনীর ১০ জন মাস্টার চিফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার থেকে অনারারি সাব-লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান করা হয়েছে। তারা হচ্ছেন- মোহাম্মদ নজরুল আমিন, এমসিপিও (কম); মো. মিজানুর রহমান, এমসিপিও (এক্স) (কিউআরপি-১); মোহাম্মদ ছরওয়ার জাহান, এমসিপিও (আর); মোহাম্মদ সোলায়মান আলী খান, এমসিপিও (ই); মোহাম্মদ আবদুস সেলিম খাঁন, এমসিপিও (এক্স) (জিআই); আলমগীর মোহাম্মদ মিজানুর রহমান, এমসিপিও (এক্স) (পিআরআই); মোহাম্মদ জহুরুল ইসলাম, এমসিপিও (এক্স) (জিএ-১); মোহাম্মদ আবদুল কাইয়ুম মিঞা, এমসিপিও (এস); দীপক কুমার বিশ্বাস, এমসিপিও (মেড) (আইসিএ); মোহাম্মদ সিরাজুল ইসলাম, এমসিপিও (ক্যাট)। উল্লেখ্য, সেনা ও নৌবাহিনীর এ অনারারি কমিশন ২৬ মার্চ ২০১৮ থেকে কার্যকর হবে এই মর্মে প্রতিরক্ষা মন্ত্রণালয় হতে জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর