× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

সবাইকে ছাড়ালেন কঙ্গনা

বিনোদন

বিনোদন ডেস্ক
২৬ মার্চ ২০১৯, মঙ্গলবার

সত্যিই তিনি ‘কুইন’ই বটে। এবার বলিউডের পারিশ্রমিকের নিরিখে সব অভিনেত্রীকে ছাড়িয়ে গেলেন কঙ্গনা রানাউত। ‘মনি কর্ণিকা: দ্যা কুইন অব ঝাঁসি’র পর এবার তামিলনাড়–র প্রাক্তন মুখ্যমন্ত্রী ‘জয়ললিতা’র ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে। শুধু হিন্দি নয়, তামিল, তেলেগুসহ বিভিন্ন ভাষায় মুক্তি পাবে ছবিটি। হিন্দিতে ছবির নাম হবে ‘জয়া’। এ ছবির গল্প লিখেছেন বাহুবলী খ্যাত লেখক কে ভি বিজয়েন্দ্র। সূত্রের খবর জয়ললিতার বায়োপিকে অভিনয়ের জন্য ২৪ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন কঙ্গনা। এর আগে ‘সিমরণ’ ‘রেঙ্গুন’-এর জন্য কঙ্গনার সর্বশেষ পারিশ্রমিক ছিল ১১ কোটি টাকা।
আর এই পারিশ্রমিকের পর কঙ্গনার দেশের সর্বোচ্চ উপার্জনকারী অভিনেত্রী। এর আগে ‘পদ্মাবত’-এ অভিনয়ের জন্য দীপিকা সর্বোচ্চ পরিশ্রমিক হিসেবে নিয়েছিলেন ১৩ কোটি রুপি। রণবীর সিং ও শহিদ কাপুর পেয়েছিলেন ১০ কোটি। জয়ললিতার বায়োপিকে অভিনয় করা প্রসঙ্গে কঙ্গনা বলেন, আমি বরাবরই আঞ্চলিক ছবিতে কাজ করতে চেয়েছি। যখন আমি তামিলনাড়–তে যাই, তখন দেখেছি, সেখানকার মানুষ শুধুমাত্র তাদের ভাষায়ই সিনেমা দেখতে পছন্দ করেন। তাই তাদের সঙ্গে বলিউডের একটা দূরত্ব রয়েছেই। আমি তাই একটা ভালো সুযোগের অপেক্ষায় ছিলাম। আর এই ছবিটা আমাকে সেই সুযোগ দিচ্ছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর