× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

কক্সবাজারে সব্যসাচী

বিনোদন

স্টাফ রিপোর্টার
২৬ মার্চ ২০১৯, মঙ্গলবার

কক্সবাজারের এসেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। গতকাল তিনি কলকাতা থেকে কক্সবাজারে এসেছেন বলে জানান।  সেখানে ফাখরুল আরেফীন খান পরিচালিত ‘গণ্ডি’ ছবির শুটিংয়ে অংশগ্রহণ করবেন এই অভিনেতা। আগামীকাল থেকে কক্সবাজারের বিভিন্ন স্থানে ছবিটির দ্বিতীয় লটের দৃশ্যধারণ শুরু হবে। একই ছবিতে তার সহশিল্পী হিসেবে আছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ও সংসদ সুবর্ণা মুস্তাফা। রোমান্টিক-কমেডি ঘরানার ‘গণ্ডি’র কাহিনী মূলত ৫৫ ও ৬৫ বছর বয়সী দু’জন নারী-পুরুষের গল্প নিয়ে। অবসরে থাকা এই বয়সে দু’জন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়। পরিবার ও আশেপাশের মানুষ বিষয়টিকে কীভাবে নেয়- এটাই উঠে আসবে চলচ্চিত্রটিতে।

বাংলাদেশের এই ছবিতে অভিনয় প্রসঙ্গে সব্যসাচী চক্রবর্তী বলেন, ছবির মুখ্য চরিত্রে অভিনয় করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
বরাবরের মতো এবারও বাংলাদেশে এসে ভালো লাগছে। এখানকার মানুষেরা এত আন্তরিক যে প্রতি মুহূর্তে আবেগপ্রবণ হয়ে পরছি। আমার এ সম্মান প্রাপ্য কিনা- তাতে আমার সন্দেহ আছে। বাংলাদেশে এর আগে আসলেও এবারই প্রথম কক্সবাজার এলাম। দারুণ একটা জায়গা। মনে হচ্ছে আবারও এখানে আসতে হবে। ‘গণ্ডি’ ছবিতে আরও অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, আমান রেজা, পশ্চিমবঙ্গের অভিনেত্রী পায়েল মুখার্জি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর