× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

হেলথ ক্যাম্পের মাধ্যমে “আমরাই কিংবদন্তী”র স্বাধীনতা দিবস পালন

অনলাইন

স্টাফ রিপোর্টার
(৫ বছর আগে) মার্চ ২৬, ২০১৯, মঙ্গলবার, ৬:২২ পূর্বাহ্ন

মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে এই স্লোগান নিয়ে নারায়ণগঞ্জের কাশিপুরে বিনামূল্যে স্বাস্থ সেবা দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন করেছে ফেসবুক গ্রুপ “আমরাই কিংবদন্তী”। এসএসসি ২০০০ ও এইচ এস সি ২০০২; “আমরাই কিংবদন্তী”- একটি জনকল্যাণমূলক গ্রুপ। যার লক্ষ্য হচ্ছে বাংলাদেশে এস এস সি ২০০০ এবং এইচ এস সি ২০০২ সালে রেজিস্ট্রেশনকৃত সকল ছাত্র-ছাত্রীদের একত্রিত করে জনকল্যানমূলক কাজে অংশগ্রহণ করা। তারই ধারাবাহিকতায় গ্রুপটি ঢাকার অদূরে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরের হাজি আহসান উল্লাহ মডেল স্কুল প্রাঙ্গণে এই হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ৭ জন ডাক্তারসহ সেচ্ছাসেবক হিসেবে ৩০ জন সদস্যের একটি দল ৫০০ শতাধিক রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করে।

উল্লেখ্য যে, ইতোমধ্যে গ্রুপটি গত চার মাসে ঢাকা, নরসিংদীতে তিনটি হেলথ ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করে। ২০১৭ এর ১৫ নভেম্বর এই ফেসবুক গ্রুপটির যাত্রা শুরু হয় এবং ধীরে ধীরে তা এখন ২১ হাজার প্রাক্তন ছাত্র-ছাত্রীদের গ্রুপে পরিণত এবং প্রতিনিয়ত বন্ধুরা এই গ্রুপে যোগ দিচ্ছে। বন্ধুরা শুধু অনলাইনেই সীমাবদ্ধ না থেকে দেশের, সমাজের বিভিন্ন কাজে এগিয়েএসেছে। আগামী মাসে ফেনী ও টাঙাইলের প্রত্যন্ত গ্রামে দুইটি হেলথ ক্যাম্প করার পরিকল্পনা করেছে আমরাই কিংবদন্তীর।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর