× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ভারতে দ্বিতীয় দফার নির্বাচনে ২৫১ জন ‘অপরাধী’ প্রার্থী

ভারত

কলকাতা প্রতিনিধি
(৫ বছর আগে) এপ্রিল ১৪, ২০১৯, রবিবার, ৩:৪২ পূর্বাহ্ন

 ভারতের নির্বাচনে প্রার্থীদের মধ্যে অপরাধীর সংখ্যা বেশ ভালো রকম। প্রথম দফায় বলা হয়েছিল, ২১৩ জন প্রার্থীর বিরুদ্ধে অর্থাৎ ১২ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে । কারোর বিরুদ্ধে ফৌজদারি মামলার বিচার চলছে, কেউ আবার নিম্ন আদালতে দোষী সাব্যস্ত। আগামী বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফাতে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন প্রার্থীদের মধ্যে ২৫১ জনের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা রয়েছে। অর্থাৎ দ্বিতীয় দফার ভোটে প্রায় ১৬ শতাংশ প্রার্থীই অপরাধের সঙ্গে যুক্ত বলে হলফনামা থেকে জানা গিয়েছে। মনোনয়ন পত্র দাখিলের সময় প্রাথীদের ফৌজদারি অপরাধের তালিকা জানাতে হয়েছে। এদের মধ্যে তিনজন প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত। ছয় জনের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে, ২৫ জনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ, ৮ জনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ, ১০ জনের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে।


১৫ জন প্রার্থী জানিয়েছেন, বিদ্বেষমূলক বক্তব্য রাখার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। দ্বিতীয় দফার ১৬৪৪ জন প্রার্থীর মধ্যে ১৫৯০ জন প্রার্থীর তথ্য খতিয়ে দেখে অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) একটি রিপোর্ট তৈরি করেছে। এডিআর জানিয়েছে, ৫৪জনের তথ্য অসম্পূর্ণ থাকায় তা রিপোর্টে সংযুক্ত করা যায়নি। উল্লেখ্য, আগামী ১৮ই এপ্রিল দেশের ১৩টি রাজ্যের ৯৭টি লোকসভা আসনে ভোট নেওয়া হবে। গত ১১ই এপ্রিল প্রথম দফায় ২০টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের ৯১টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর