× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

রাজনাথ সিংয়ের সম্পদ ৫ কোটি রুপির

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৫ বছর আগে) এপ্রিল ১৭, ২০১৯, বুধবার, ১১:২৯ পূর্বাহ্ন

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও তার স্ত্রীর মোট সম্পদের পরিমাণ ৫ কোটি রুপি। লোকসভা নির্বাচনে লক্ষ্ণৌআসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার সঙ্গে দেয়া এফিডেভিটে এ কথা বলা হয়েছে। ২০১৪ সালে তার ও তার স্ত্রীর যৌথ নামে ছিল ২.৯ কোটি রুপি। এরপর গত ৫ বছরে তা বৃদ্ধি পেয়েছে প্রায় ২ কোটি রুপি। তবে এফিডেভিট অনুযায়ী, রাজনাথ সিংয়ের কোনো গাড়ি নেই। আছে একটি ০.৩২ বোরের রিভলবার ও ডাবল-ব্যারেলের একটি বন্দুক।
স্ত্রী ও তার কাছে আছে মোট ৮০০ গ্রাম স্বর্ণ। এর মূল্য প্রায় ২৬ লাখ রুপি। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।  

এভিডেভিট অনুযায়ী, রাজনাথ সিংয়ের অস্থাবর সম্পত্তি আছে ২ কোটি রুপির। আর স্থাবর সম্পত্তি আছে প্রায় ৩ কোটি রুপির। এর মধ্যে ৫টি গ্রাম- ভবউরা, জানিপুর, মুসাহিবপুর, ভগপুর ও বাহেলিয়াপুরে রয়েছে তার জমিজমা। তার রয়েছে প্রায় ৫ হেক্টর জমি। তবে কোনো বাণিজ্যিক প্লট নেই।

রাজনাথ সিং গোরকপুর ইউনিভার্সিটি থেকে সায়েন্সে পোস্ট গ্রাজুয়েট। লক্ষ্ণৌতে বিপুলকান্দ এলাকায় রয়েছে তার ২৭২ বর্গমিটার এলাকায় নিজের বাড়ি। এই জমি তিনি ১৯৯৭ সালে ৩.৬ লাখ রুপিতে কিনেছেন। তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগে মামলা নেই।

এভিডেভিট অনুযায়ী রাজনাথ সিংয়ের ২০১৭-১৮অর্থ বছরে বার্ষিক আয় ছিল ১৯ লাখ রুপি। ২০১৬-১৭ অর্থবছরের সময়ে এ আয় বৃদ্ধি পেয়েছে প্রায় শতকরা ৪৫ ভাগ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর