× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

আলাপন /‘হাত দিয়ে দেখি না কান আছে কি না’

বিনোদন

এন আই বুলবুল
১৮ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার

দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। অভিনয় ও গ্ল্যামার দু’দিক দিয়েই দর্শকের কাছে বেশ সমাদৃত এই পর্দাকন্যা। বরাবরই ফ্যাশনে তিনি এগিয়ে আছেন। সাবার ভাষ্য, আমি যেটিতে স্বাচ্ছন্দ্যবোধ করি সেটাই করি। আমার নিজস্ব একটা স্টাইল আছে। সেভাবে চলতে পছন্দ আমার। এতে কে কি বললো তা নিয়ে ভাবি না। শোবিজ তারকাদের প্রতি সাধারণ মানুষের আগ্রহ থাকে বেশি।
তারকাদের নিয়ে নানা গুঞ্জনও রটে বিভিন্ন সময়। এটাকে সাবা কিভাবে দেখেন? তিনি বলেন, তারকাদের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বেশি থাকে, এটা সত্যি। কিন্তু তাদের মনে রাখতে হবে একজন তারকাও মানুষ। তার ব্যক্তিগত ও পারিবারিক জীবন আছে। তাকে নিয়ে এমন কোনো ট্রল করা ঠিক হবে না যেটা তার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই সময়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সহজেই সব কিছু ভাইরাল হয়। এই ক্ষেত্রে অনেক সময় দেখি মানুষ গুজবকেই সত্যি মনে করে। অথচ গুগলে সার্চ দিলেই সত্যিটা জানা যায়। সেই কাজটি আমরা করি না। চিলের পিছনেই দেঁৗঁড়াতে থাকি, কিন্তু হাত দিয়ে দেখি না কান আছে কি না। এই অভিনেত্রী বর্তমানে টিভি নাটকে ব্যস্ত সময় পার করছেন। তার হাতে আছে দীপ্ত টিভির ‘মধ্যবর্তিনী’ শিরোনামের একটি সিরিয়াল। এটি দীপ্ত টিভির দ্বিতীয় সিজন। এর আগের সিজনেও সাবা অভিনয় করেছেন। এই সিরিয়ালটি নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত। সাবা বলেন, আগের সিজনে কাজ করার সময় আমি চার মাস আর কোনো কাজ করিনি। এই সিরিয়ালটির মধ্যেই ছিলাম। দর্শকের কাছেও  দারুণ সাড়া পেয়েছি। আমি আশা করি, এবারো দর্শক এটি ভালো ভাবে নিবেন। এই অভিনেত্রী দেশীয় টিভি চ্যানেলগুলো নিয়েও কথা বলেন। তিনি বলেন, সব চ্যানেলে প্রায় একই রকম অনুষ্ঠান প্রচার হচ্ছে। একটা সময় টেলিভিশনে স্পেশাল অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করতাম। এখন অনুষ্ঠানে নতুনত্ব দেখি না। অনুষ্ঠানগুলোতেও দেখার মতো কিছু থাকে না। কেউ অনুষ্ঠানের কোয়ালিটি রক্ষা করছে না। দু’একটি ভালো অনুষ্ঠান যেগুলো প্রচার হচ্ছে সেগুলো গতানুগতিক অনুষ্ঠানের ভিড়ে খুঁজে পাওয়া যায় না। ছোট পর্দার বাইরে এই অভিনেত্রীর হাতে কয়েকটি চলচ্চিত্রের কাজ আছে। খুব শিগগির ‘মধুর ক্যান্টিন’ শিরোনামের একটি ছবির শুটিং শুরু করবেন তিনি। ছবিটি প্রসঙ্গে সাবা বলেন, ১৯৫৫ থেকে শুরু করে ১৯৭১ সালের উল্লেযোগ্য কিছু ঘটনা নিয়েই এই চলচ্চিত্রটি নির্মাণ হচ্ছে। সেই সময়ের একটি চরিত্রে আমাকে দেখা যাবে। এদিকে সাবা প্রথমবারের মতো ‘আব্বাস’  শিরোনামের একটি বানিজ্যিক ছবিতেও অভিনয় করছেন। এটি নির্মাণ করছেন সাইফ চন্দন। এই ছবিতে সাবার বিপরীতে দেখা যাবে মডেল-অভিনেতা নিরবকে।  এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত সিনেমা ‘এপার ওপার’। এটি ওপার বাংলার ছবি। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন দুই বাংলার দুই পরিবারের মধ্যে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। যার প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন সোহানা সাবা। তার বিপরীতে দেখা যাবে কলকাতার সৌরভ চট্টোপাধ্যায়কে। ছবিটি পরিচালনা করেছেন হরনাথ চক্রবর্তী। শোবিজের বাইরে সাবা সামাজিক কাজেও নিজেকে জড়িয়েছেন। সম্প্রতি তাকে দেখা গেছে ব্যতিক্রমী এক উদ্যোগে। পহেলা বৈশাখের আগে হ্যাশট্যাগ ‘সেভ ইলিশ-সেভ আওয়ার প্রাইড’ দিয়ে বেশ কিছু ভিডিও বার্তা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবখানে একই বার্তা- ‘বছরের এই প্রথম দিন/সবাই মিলে শপথ নিন/সংযমী হয়ে এই দিন/ইলিশ পাব বহুদিন’। এ উদ্যোগটি অভিনেত্রী সোহানা সাবার। তার নিজের গড়া এনজিও ‘উজান’-এর পক্ষে জনসচেতনতা তৈরির অংশ হিসেবে এই ভিডিও করে বিভিন্নজনকে সেখানে যুক্ত করেছেন অভিনেত্রী। সাবার ‘উজান’ কাজ করছে জেলেদের নিয়ে। জানালেন, ‘ইলিশ বাঁচাও’ আন্দোলনই তাদের প্রথম উদ্যোগ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর